New Year 2024: বছরের শুরুতেই এল সুখবর,ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Price)। সরকারি তেল ও গ্যাস কোম্পানিগুলো (Oil Company) নতুন বছরের প্রথম দিনেই দেশবাসীকে এই উপহার দিয়েছে (New year Gift)।
কোন গ্যাসের সিলিন্ডারে সুরাহা
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আংশিক কমিয়েছে তেল কোম্পানিগুলো। নতুন বছরের প্রথম দিনে সিলিন্ডার প্রতি ১.৫০ টাকা কমিয়েছে কোম্পানিগুলো। নতুন দাম আজ থেকে অর্থাৎ 2024 সালের প্রথম দিন থেকে প্রযোজ্য হবে। তবে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বিমানে ভ্রমণ আরও সস্তা হবে!
একই সঙ্গে OMC অর্থাৎ তেল বিপণন সংস্থাগুলিও বিমান জ্বালানির দাম কমিয়েছে। এই দাম প্রতি কিলো লিটারে প্রায় 4162.50 টাকা কমানো হয়েছে। টানা তৃতীয়বার এই দাম কমানোয় বিমান ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে। আজ থেকে নতুন দর কার্যকর হবে।
দেশের কোন শহরে কত দাম
এই দাম কমানোর পরে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 1,755.50 টাকা হয়েছে। আগে এটি 1,757 টাকায় পাওয়া যেত। দিল্লিতে দাম কমেছে দেড় টাকা। সর্বাধিক 4.50 টাকার কমেছে চেন্নাইয়ে। এখন চেন্নাইয়ে 19 কেজি সিলিন্ডার 1,924.50 টাকায় পাওয়া যাবে। মুম্বইতে দাম 1.50 টাকা কমে 1,708.50 টাকা হয়েছে। যেখানে কলকাতায় দাম ৫০ পয়সা বেড়েছে এবং সর্বশেষ দাম হয়েছে 1,869 টাকা।
এক মাসে দ্বিতীয়বার কমল দাম
এর আগে ২২ ডিসেম্বরও তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল। তারপর 19 কেজি সিলিন্ডারের দাম 30.50 টাকা কমানো হয়েছিল। এর আগে, ১ ডিসেম্বর থেকেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। সরকারি তেল কোম্পানিগুলি পাক্ষিক ভিত্তিতে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে।
তবে হতাশ হয়েছেন এঁরা
যদিও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার অর্থাৎ 14 কেজি সিলিন্ডারের গ্রাহকরা হতাশ হয়েছেন। কয়েক মাস ধরে গার্হস্থ সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর মধ্যে সর্বশেষ পরিবর্তন হয়েছিল 30 অগাস্ট। যার অর্থ 14 কেজি সিলিন্ডারের দাম 4 মাস ধরে স্থিতিশীল রয়েছে। বর্তমানে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার দিল্লিতে 903 টাকায় পাওয়া যাচ্ছে। চেন্নাইতে এর দাম 918.50 টাকা, মুম্বাইতে 902.50 টাকা এবং কলকাতায় 929 টাকা।