Sukanya Samriddhi Yojna: ফের স্বল্প সঞ্চয়ে (Small Savings Schemes) সুদের হার বাড়িয়েছে মোদি সরকার। যার জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ছাড়াও তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বেড়েছে। পাশাপাশি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা স্থায়ী আমানতে (FD) সুদে বাড়িয়েছে অনেক ব্যাঙ্ক (Bank News)। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক এফডি (Bank FD), স্বল্প সঞ্চয়ের মধ্যে কোন জায়গায় বিনিয়োগে বেশি লাভ। 


স্বল্প সঞ্চয়ের সঙ্গে ব্যাঙ্ক FD-র কী পার্থক্য
কোনও ব্যাঙ্কে চাইলে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখতে পারেন বিনিয়োগকারী। যার বিনিয়োগে ব্যাঙ্ক আপনাকে সুদ দেয়। এই বিনিয়োগই হল ফিক্সড ডিপোজিট। আমানতকারী একটি নির্দিষ্ট সময়ের জন্য তা সে 6 মাস, 1 বছর, 3 বছর বা 5 বছরের ব্যাঙ্কে রাখতে পারে। ব্যাঙ্ক এই ফিক্সড ডিপোজিটের উপর নির্দিষ্ট বার্ষিক সুদের হার অফার করে এবং FD মেয়াদ এবং আমানতকারীর বয়সের উপর ভিত্তি করে হারগুলি পরিবর্তিত হয়।


এই তিন ব্যাঙ্কে কত সুদ
কিছুদিন আগেই বেশকিছু ব্যাঙ্কের সুদের হার বাড়িয়েছে। HDFC ব্যাঙ্ক আমানতের মেয়াদ এবং আমানতকারীর বয়সের উপর নির্ভর করে FD-তে 7.75 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ICICI ব্যাঙ্ক বার্ষিক 7.60 শতাংশ পর্যন্ত FD-তে সুদ দিচ্ছে। SBI বছরে 7.50 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে৷


স্বল্প সঞ্চয় প্রকল্প কী ?
দেশবাসীকে  সঞ্চয় করতে উত্সাহিত করে সরকার। সরকারি বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার জন্য নাগরিকদের উৎসাহিত করা হয়। এর জন্য বিভিন্ন সঞ্চয়পত্র আনে সরকার। এগুলি হল স্বল্প সঞ্চয় প্রকল্প। এই স্কিমের আবার তিনটি বিভাগ রয়েছে -সেভিংস ডিপোজিট, সামাজিক নিরাপত্তা স্কিম এবং মান্থলি ইনকাম স্কিম।


কোনটার মধ্যে কী স্কিম
সেভিংস স্কিমের মধ্যে 1-3-বছরের টাইম ডিপোজিট এবং 5-বছরের রেকারিং ডিপোজিট রয়েছে। এর মধ্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং কিষাণ বিকাশ পত্র (KVP) এর মতো সেভিংস সার্টিফিকেটগুলি রয়েছে। 


সামাজিক নিরাপত্তা প্রকল্পের মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। মাসিক আয়ের পরিকল্পনায় মাসিক আয়ের হিসাব থাকে।


পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC) এবং কিষাণ বিকাশ পাত্র (KVP) স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা করা হয়।


পিপিএফ, এনএসসি ইত্যাদির মতো ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার এখন বাজার-সংযুক্ত এবং 10 বছরের G-Sec ফলনের সাথে তাল মিলিয়ে চলে।


সেভিংস ডিপোজিট : 4 শতাংশ
1-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 6.9 শতাংশ


2-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.0 শতাংশ


3-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.1 শতাংশ আগে ছিল 7.0 শতাংশ


5-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.5 শতাংশ


5-বছরের রেকারিং ডিপোজিট: 6.7 শতাংশ (6.5 শতাংশ আগে)


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): 7.7 শতাংশ


কিষাণ বিকাশ পত্র: 7.5 শতাংশ (115 মাসে ম্যাচিওর হবে)


পাবলিক প্রভিডেন্ট ফান্ড: 7.1 শতাংশ


সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: 8.0 শতাংশ থেকে হয়েছে 8.2 শতাংশ সুদ


সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: 8.2 শতাংশ


মান্থলি ইনকাম অ্যাকাউন্ট : 7.4 শতাংশ।


Bank News: নতুন বছরের আগেই বাড়ল সুদ, এই সাত ব্যাঙ্কের FD-তে আরও লাভ