Gas Cylinder Price: আজ ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে দেশে। দিল্লি, বিহার, ইউপি সহ অনেক শহরে দাম কমেছে রান্নার গ্যাসের। আজ গ্যাস কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে নতুন দর আপডেট করেছে। কানপুর, পটনা, রাঁচি ও চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 171.50 টাকা। তবে ঘরোয়া সিলিন্ডার নয়, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে।


LPG Cylinder Price:জ দেশের চার মহানগরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম
আজ দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1856.50 টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1808.50 টাকা, কলকাতায় এই দাম 1960.50 টাকা ও চেন্নাইতে এই দাম 2021.50 টাকা হয়েছে৷ যদিও 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।


Gas Cylinder Price: এপ্রিলেও কমানো হয়েছে দাম 
নিয়ম অনুসারে প্রতি মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এপ্রিলেও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ১ এপ্রিল এর দাম কমানো হয় ৯২ টাকা। তবে, তার আগে 1 মার্চ 2023-এ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল 350 টাকা। এক বছর আগে 1 মে, 2022-এ দিল্লিতে এলপিজি বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম ছিল 2355.50 টাকা। আজ তা কমে 1856.50 টাকা হয়েছে৷ যার অর্থ দিল্লিতে 499 টাকা দাম কমেছে সিলিন্ডারের।


LPG Cylinder Price: ঘরোয়া এলপিজির দাম
আজ ১ মে দেশে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে 1103 টাকা, কলকাতায় 1129 টাকা, মুম্বইতে 1112.5 টাকা, চেন্নাইতে 1118.5 টাকা ও পটনায় 1201 টাকা হয়েছে। এর আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। একই সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সাড়ে তিনশো টাকা।


আজ ফের পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price Price) দামে হেরফের। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি, এদিন জ্বালানির গ্রাফে  (Petrol and Diesel Price Graph) বদল ধরা পড়ল চেন্নাইয়ে। যদিও একই দাম রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বইয়ে। তবে দাম বেড়েছেও একাধিক শহরে। মাসের শেষে জ্বালানির দরে স্বস্তি কোন শহরে ? আজ কলকাতা-সহ সারা দেশে পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Price) দাম কী ? চলুন জেনে নেওয়া যাক।


কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ? 


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


আরও পড়ুন : Guinness World Records: এক আংটিতে ৫০ হাজারেরও বেশি হীরে, বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাইয়ের জুয়েলার্স, দাম কত জানেন ?