Gas Cylinder eKYC: সম্প্রতি এই জল্পনা নিয়ে উদ্বেগ বাড়ছিল রান্নার গ্যাসের (LPG) গ্রাহকদের মনে। অনেকেই ভাবছিলেন নির্দিষ্ট সময়সীমার মধ্য়ে ই-কেওয়াইসি (E-KYC) না করালে বন্ধ হবে রান্নার গ্যাসের (Gas Cylinder Connection) সংযোগ। সময়সীমার মধ্যে E-KYC না করালে পাবেন না রান্নার গ্যাস (Cooking Gas) ? এবার যা নিয়ে মুখ খুলল সরকার।


কী বলছে কেন্দ্র
LPG কানেকশনের সঙ্গে E-KYC সম্পর্ক নিয়ে উঠছিল নানা প্রশ্ন। সম্প্রতি যা নিয়ে সরব হন বিরোধীরা। এই বিষয়ে এক চিঠির উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী, হরদীপ সিং পুরি বলেছেন, এলপিজি সিলিন্ডারের জন্য ইকেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়া মেনে চলতে হবে গ্রাহকদের। তবে এর কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীসানের একটি চিঠির প্রতিক্রিয়ায় এই বিষয়টি স্পষ্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। 


কী কারণে এই কাজ
হরদীপ সিং পুরী বলেছেন যে তেল বিপণন সংস্থাগুলি LPG গ্রাহকদের জন্য ইকেওয়াইসি আধার যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। মূলত, জাল অ্যাকাউন্টগুলি দূর করতে এবং বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি বুকিং বন্ধ করতে এই কাজ শুরু করেছে সরকার। এই প্রক্রিয়াটি আট মাসেরও বেশি সময় ধরে চলছে। এর লক্ষ্য হল যে কেবলমাত্র প্রকৃত গ্রাহকরা যাতে এলপিজি পরিষেবা পায় তা নিশ্চিত করা।


কীভাবে করা হয় এই কাজ
হরদীপ সিং পুরি বলেন, “এই প্রক্রিয়ায় এলপিজি ডেলিভারি কর্মী গ্রাহকের কাছে এলপিজি সিলিন্ডার সরবরাহ করার সময় প্রমাণপত্র যাচাই করে। ডেলিভারি কর্মীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকের আধার শংসাপত্রগুলি ক্যাপচার করে। গ্রাহক একটি ওটিপি পান যা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ব্যবহৃত হয়। গ্রাহকরা তাদের সুবিধামত ডিস্ট্রিবিউটর শোরুমেও যেতে পারেন।"গ্রাহকরা ওএমসি অ্যাপস ইনস্টল করতে পারেন এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন।



1 জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন গ্যাস সিলিন্ডারের মূল্য। তবে এই দাম কমেছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য। স্বাভাবিকভাবেই এই হ্রাসের কারণে রেস্তোরাঁ মালিক, ধাবা মালিকদের মতো বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা আরও সস্তায় সিলিন্ডার পাবেন। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।


গার্হস্থ্য 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের হারে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই পাবেন সিলিন্ডার। জেনে নিন তাদের রেট


দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 803 টাকায় পাওয়া যাচ্ছে।
কলকাতায় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে 803 টাকায়।
মুম্বাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 802.50 টাকায় পাওয়া যাচ্ছে।
চেন্নাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 818.50 টাকায় পাওয়া যাচ্ছে।


আরও পড়ুন: Reliance Retail: এবার খেলার জিনিস বিক্রি করবে রিলায়েন্স রিটেল ! চাপ বাড়ল ডিক্যাথলনের