Jobs And Recruitments: আজই বন্ধ হতে চলেছে বিএসএফ (BSF)- এর এএসআই (ASI) এবং কনস্টেবল (Constable) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া। বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) অর্থাৎ বিএসএফ- এর ডিরেক্টরেট জেনারেল (Directorate General) আজ ৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে বিএসএফ- এর এএসআই এবং কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া বন্ধ করা হবে বলে জানিয়েছেন। হাতে আর বেশি সময় বাকি নেই। যাঁরা আবেদন করতে আগ্রহী তাঁরা বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in এখানে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে দিন। কারণ রাত ১২টার আগেই আবেদন জমা দেওয়ার অনলাইন লিঙ্ক কাজ করা বন্ধ করে দেবে। 


মোট শূন্যপদ এবং কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে 


বিএসএফ- এর নিয়োগের জন্য মোট ১৫২৬টি শূন্যপদ রয়েছে। সেখানে ২৪৩টি শূন্যপদ রয়েছে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য। আর ১২৮৩ট শূন্যপদ রয়েছে হেড কনস্টেবলের জন্য। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 


ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে কোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে। অথবা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে। যেসব আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তারিখে (যা বিএসএফ ঠিক করেছিল) সম্পন্ন হয়নি তাঁরা এই চাকরির জন্য আবেদন জমা দিতে পারবেন না। 


যোগ্য আবেদনকারীদের নির্বাচনের জন্য নিয়োগ প্রক্রিয়ায় থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এগুলি হবে। মহিলা আবেদনকারী এবং যাঁরা তফশিলি জাতি, তফশিলি উপজাতির কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাঁদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অন্যদিকে বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। BHIM UPI, Net Banking- Visa, Master Card, Maestro, RuPay Credit, Debit Card- এইসবের সাহায্যে জমা দেওয়া যাবে অ্যাপ্লিকেশন ফি। বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 


আরও পড়ুন- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ফেল ৯৭%, মাথায় হাত হাজার-হাজার পরীক্ষার্থীর ! শুরু প্রতিবাদ 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI