কলকাতা: দেশজুড়ে কমল গ্যাসের (LPG Price Cut) দাম। লোকসভা নির্বাচন পর্বেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর ঘোষণা। এক ধাক্কায় ৭২ টাকা কমল। সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির তরফে জানা গিয়েছে, আজ ১ জুন থেকেই লাগু হয়েছে এই নতুন দাম।
কমল গ্যাসের দাম: যদিও ১৪ কেজির রান্নার গ্যাসের দামের কোনও পরিবর্তন হয়নি। দাম কমার পর আজ থেকে দিল্লিতে নতুন বাণিজ্য়িক গ্যাসের দাম ১,৬৭৬ টাকা। মুম্বই এবং কলকাতায় নতুন দাম যথাক্রমে ১৬২৯ ও ১৭৮৭ টাকা। এর আগে গত ১ মে ১৯ টাকা কমেছিল বাণিজ্যিক গ্য়াসের দাম। IOC-র ওয়েবসাইট অনুযায়ী, রান্নার গ্যাসের দাম ৮০৩টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৮২৯ টাকা, ৮০২.৫০ টাকা এবং ৮১৮.৫০ টাকা।
কোন শহরে কত হল গ্য়াসের দাম?
জায়গা | নতুন দাম |
দিল্লি | 1676 |
মুম্বই | 1629 |
কলকাতা | 1787 |
চেন্নাই | 1849 |
রাঁচি | 1836 |
লক্ষ্মৌ | 1789 |
নয়ডা | Rs 1667 |
ডিব্রুগড় | Rs 1729 |
বেঙ্গালুরু | Rs 1755 |
আমেদাবাদ | Rs 1695 |
পাটনা | Rs 1947 |
চন্ডিগড় | Rs 1697 |
সিমলা | Rs 1782 |
গোয়া | Rs 1743 |
ত্রিবান্দম | Rs 1706 |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 7th Pay Commission: ডিএ-র পর এবার গ্র্যাচুইটি নিয়ে সুখবর দিল সরকার, আপনার কী লাভ ?