কলকাতা: দেশজুড়ে কমল গ্যাসের (LPG Price Cut) দাম। লোকসভা নির্বাচন পর্বেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর ঘোষণা। এক ধাক্কায় ৭২ টাকা কমল। সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির তরফে জানা গিয়েছে, আজ ১ জুন থেকেই লাগু হয়েছে এই নতুন দাম। 

কমল গ্যাসের দাম: যদিও ১৪ কেজির রান্নার গ্যাসের দামের কোনও পরিবর্তন হয়নি। দাম কমার পর আজ থেকে দিল্লিতে নতুন বাণিজ্য়িক গ্যাসের দাম ১,৬৭৬ টাকা। মুম্বই এবং কলকাতায় নতুন দাম যথাক্রমে ১৬২৯ ও ১৭৮৭ টাকা। এর আগে গত ১ মে ১৯ টাকা কমেছিল বাণিজ্যিক গ্য়াসের দাম। IOC-র ওয়েবসাইট অনুযায়ী,  রান্নার গ্যাসের দাম ৮০৩টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৮২৯ টাকা, ৮০২.৫০ টাকা এবং ৮১৮.৫০ টাকা। 

কোন শহরে কত হল গ্য়াসের দাম? 

 

জায়গা  নতুন দাম
দিল্লি 1676
মুম্বই 1629
কলকাতা 1787
চেন্নাই 1849
রাঁচি 1836
লক্ষ্মৌ 1789
নয়ডা Rs 1667
ডিব্রুগড় Rs 1729
বেঙ্গালুরু  Rs 1755
আমেদাবাদ Rs 1695
পাটনা Rs 1947
চন্ডিগড় Rs 1697
সিমলা Rs 1782
গোয়া Rs 1743
ত্রিবান্দম Rs 1706

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 7th Pay Commission: ডিএ-র পর এবার গ্র্যাচুইটি নিয়ে সুখবর দিল সরকার, আপনার কী লাভ ?