Gas Cylinder Price: মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্য়াসের (LPG Cylinder Price )। এলপিজি সিলিন্ডারের (Gas Cylinder Price) দাম 30-31 টাকা (Money) কমানো হয়েছে। আজ 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এই মূল্য। তবে এই দাম কমেছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য। স্বাভাবিকভাবেই এই হ্রাসের কারণে রেস্তোরাঁ মালিক, ধাবা মালিকদের মতো বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা আরও সস্তায় সিলিন্ডার পাবেন। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
আপনার শহরে এলপিজি সিলিন্ডার কত সস্তা হল জেনে নিন
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার 30 টাকা কমিয়ে 1646 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1676 টাকা প্রতি সিলিন্ডার।
কলকাতায়, বাণিজ্যিক সিলিন্ডার 31 টাকা কমিয়ে 1756 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1787 টাকা প্রতি সিলিন্ডার।
মুম্বাইতে, বাণিজ্যিক সিলিন্ডার 31 টাকা কমিয়ে 1598 টাকা হয়ে গেছে। জুন মাসে এর দাম ছিল 1629 টাকা প্রতি সিলিন্ডার।
চেন্নাইতে, বাণিজ্যিক সিলিন্ডার 30 টাকা কম হয়ে 1809.50 টাকা হয়েছে। জুন মাসে এর দাম ছিল 1840.50 টাকা প্রতি সিলিন্ডার।
আজ থেকে অন্যান্য রাজ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিহারের রাজধানী পাটনায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 1915.5 টাকা। একই সঙ্গে গুজরাটের আহমেদাবাদে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার সস্তা হয়ে 1665 টাকা হয়েছে।
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি
গার্হস্থ্য 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের হারে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই পাবেন সিলিন্ডার। জেনে নিন তাদের রেট
দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 803 টাকায় পাওয়া যাচ্ছে।
কলকাতায় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে 803 টাকায়।
মুম্বাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 802.50 টাকায় পাওয়া যাচ্ছে।
চেন্নাইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার 818.50 টাকায় পাওয়া যাচ্ছে।
যেকোনও মাসের প্রথম দিনে দেশে অনেক বড় পরিবর্তন দেখা যায়, যার প্রভাব সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার রান্নাঘরে পড়ে। আজ 1 জুলাই, 2024 থেকে এলপিজি সিলিন্ডারের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি আপনার পকেটে কীভাবে প্রভাব ফেলবে তা জেনে নিন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)