Google Pixel 8 Series: গুগল সংস্থা ভারতে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ (Google Pixel 8) এবং পিক্সেল ৮ প্রো (Google Pixel 8 Pro) - এই দুই ফোন। গুগল পিক্সলে ৮ সিরিজের এই দুই ফোনে রয়েছে Tensor G3 প্রসেসর। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে গুগলের এআই ফিচার যেমন- Photo Unblur এবং Live Translate, এগুলি রয়েছে। এছাড়াও গুগল জানিয়েছে, এই দুই ফোনে সাত বছরের সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। এই দুই ফোনের ক্যামেরা এবং অন্যান্য ক্ষেত্রে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার যুক্ত রয়েছে। 


ভারতে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের দাম


গুগল পিক্সেল ৮ ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৫,৯৯৯ টাকা। Hazel, Obsidian, Rose- এই তিন রঙে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ ফোন। অন্যদিকে, গুগল পিস্কেল ৮ প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০৬,৯৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছে Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনে। প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে লঞ্চের দিন থেকে। 


গুগলের স্মার্টওয়াচও প্রথমবার লঞ্চ হয়েছে ভারতে


গুগল পিক্সেল ওয়াচ ২ লঞ্চ হয়েছে ভারতে। এই ডিভাইসের দাম ৩৯,৯০০ টাকা। সমস্ত নতুন গুগল পিক্সেল ডিভাইসের বিক্রি শুরু হবে ১২ অক্টোবর থেকে। 


কী কী অফার পেতে পারেন ক্রেতারা, গুগল সীমিত সময়ের জন্য লঞ্চ অফার চালু করেছে 



  • গুগল পিক্সেল ৮ ফোনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্কের ভিত্তিতে ৮০০০ টাকা অফার পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

  • গুগল পিক্সেল ৮ প্রো ফোনে নির্দিষ্ট ব্যাঙ্কের ভিত্তিতে ৯০০০ ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে।

  • পিক্সেল ৮ বা পিক্সেল ৮ প্রো ফোন কিনলে ক্রেতারা পিক্সেল ওয়াচ ২ ফোন কিনতে পারবেন ১৯,৯৯৯ টাকায়। কিংবা পিক্সেল বাডস প্রো কিনতে পারবেন ৮৯৯৯ টাকা। 


গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনের বিশেষত্ব 


গুগল পিক্সেল ৮ সিরিজের দুই ফোনে রয়েছে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর সাহায্যে আপনি যখন ফোনে কথা বলবেন সেই সময় আশপাশে যত অপ্রয়োজনীয় শব্দ, আওয়াজ থাকবে তা মুছে যাবে। অনেকটা ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের মতো কাজ করবে এই অডিও ম্যাজিক ইরেজার। অ্যাডভান্স মেশিন লার্নিং রয়েছে এই ফিচারের মধ্যে। এমনকি জোরে হাওয়া বইলে সেই শব্দও মুছে দেবে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর পাশাপাশি এই দুই ফোনে এবছরের শেষ হওয়ার আগেই যুক্ত হবে ভিডিও বুস্ট ফিচার। রেকর্ডেড ভিডিও ক্ষেত্রে কাজ করবে এই আধুনিক ও উন্নত ফিচার।


আরও পড়ুন- বিজ্ঞাপন ছাড়া ইন্সটাগ্রাম-ফেসবুক ব্যবহার করতে চান? টাকা দিতে হতে পারে, ভারতেও কি চালু হবে?