Lulu Group: সংযুক্ত আরব আমীরশাহীর লুলু গ্রুপ ভারতে সবথেকে বড় একটি শপিং মল গড়ে তুলতে চাইছে। এএনআই সংবাদসংস্থা অনুসারে, লুলু গ্রুপের সিএমডি এমএ ইউসুফ আলি ভারতে সবথেকে বড় শপিং মল (Lulu Group Shopping Mall) গড়ে তোলার জন্য খুবই আগ্রহী। ভারতে বিনিয়োগের জন্য তাঁর নিজের আনন্দের কথা জানিয়ে ইউসুফ বলেন যে ভারতের কিছু শহরের ৩ হাজার ছেলে-মেয়েকে চাকরি দিতে পেরে (Lulu Group Jobs) তিনি খুবই আনন্দিত হবেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই শপিং মল গড়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রভূত সহায়তা রয়েছে।


ভারতের সবথেকে বড় শপিং মল গড়বে এই লুলু গ্রুপ


ভারতের সবথেকে বড় শপিং মল গড়বে লুলু গ্রুপ (Lulu Group Shopping Mall)। আর এই জন্য গুজরাতের আমেদাবাদে জমিও কিনে নিয়েছে লুলু ইন্টারন্যাশনাল। এই মল নির্মাণে খরচ হবে ৪ হাজার কোটি টাকা। ইউসুফ আলির মতে, এই শপিং মল গড়ে তোলা হবে ৩ লক্ষ ৫০ হাজার বর্গফুট জমির উপরে। এই বছর থেকেই নির্মাণকার্য শুরু হবে বলে মনে করছেন ইউসুফ আলি। লুলু গ্রুপে এখন সর্বমোট ৬৫ হাজার কর্মী কাজ করেন। সংস্থার ব্যবসা ছড়িয়ে রয়েছে ৪২টি দেশে। বছরে এই সংস্থার এখনকার টার্ন ওভার ৮ বিলিয়ন ডলার।


৩ হাজার মানুষ কাজ পাবেন এই শপিং মলে


লুলু ইন্টারন্যাশনাল গ্রুপের সিএমডি ইউসুফ আলি জানিয়েছেন ভারতের বুকে এই বিশাল শপিং মল নির্মাণ হলে ৩ হাজার ছেলে-মেয়ে কাজ পাবে। ভারতের ছেলে-মেয়েদের চাকরি দিতে পারবেন, এই কারণে ইউসুফ অত্যন্ত খুশি।


এইসব শহরে মল রয়েছে লুলু গ্রুপের


আরব আমীরশাহীর সংস্থা লুলু গ্রুপের বেশ কিছু শহরে শপিং মল (Lulu Group Shopping Mall) রয়েছে। বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, হায়দরাবাদ, কোচি, লক্ষ্ণৌ ও তিরুবন্তপুরমে এই গ্রুপের শপিং মল রয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে একটি ইন্টারভিউতে লুলু গ্রুপের সিএমডি ইউসুফ আলি জানিয়েছিলেন যে ভারতের বুকে এবার তিনি সবথেকে বড় একটি শপিং মল গড়ে তুলতে চান আমেদাবাদে এবং চেন্নাইতে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: First-Ever Trillionaire: পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে মাস্ক, ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এক ভারতীয়ও, কে জানেন?