নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের 'রাজপুত্র'র তকমা পেয়েছেন তিনি। ২২ গজে তাঁর প্রতিভাকে কুর্নিশ জানান সুনীল গাওস্করও। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন শুভমন গিল (Shubman Gill)। ক্রিকেটের ময়দানে ব্যাট হাতে তাঁক লম্বা লম্বা ইনিংস যেমন সকলের নজর কাড়ে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বারংবার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার তাঁর সঙ্গে নাম জড়াল অবনীত কৌরের (Avneet Kaur)।


অতীতে সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শিরোনাম কেড়েছে। সারা আলি খান, অনন্যা পাণ্ডেদের মতো বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তাঁর সম্পর্কের জল্পনা শোনা গিয়েছে। এবার রুপোলি জগতের আরও এক তারকার সঙ্গে শুভমন গিলের নাম জড়াচ্ছে। শুভমনের জন্মদিনে অবনীত কৌরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ছবির পরেই দু'জনের মধ্যে প্রেমের জোর কানাঘুষো। অবনীত নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শুভমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ জন্মদিন শুভমন। এভাবেই তুমি সকলকে উদ্বুদ্ধ করে যাও। তোমায় দেখে সবসময়ই গর্ব হয়।'


সম্প্রতি খবর অনুযায়ী শুভমন ও সচিন কন্যা সারার সম্পর্ক শেষ হয়েছে। তারপরেই অবনীতের সঙ্গে শুভমনের সম্পর্কের খবর শোনা যাচ্ছে। গত বছরও ২২ গজের তারকা এবং রুপোলি পর্দার নায়িকার একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে অবনীত লন্ডনেই ছুটি কাটাচ্ছিলেন। তখনই গিলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অবনীত। তারপর থেকেই দুইজনের সম্পর্কের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 


দুইজনের কেউই নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেননি। তবে একাধিকবার বিভিন্ন স্থানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা বাড়ছেই। প্রসঙ্গত, গিলকে শেষবার দলীপ ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। নিজের জন্মদিনের দিন ব্যাট হাতে রান পাননি তারকা ক্রিকেটার। তাঁর দলও পরাজিত হয়। এরপর তাঁকে আবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। বিসিসিআইয়ের নির্বাচিত ভারতীয় দলে তাঁর নাম রয়েছে।


প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল:-


রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল


    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নেশনস লিগে ইতালির বিজয়রথ অব্যাহত, জয়ে ফিরল ফ্রান্স, হালান্ড জেতালেন নরওয়েকে