M & M Financial: মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সংস্তথার তরফে ১৫০ কোটির পরিবহন ঋণের জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আর তারপরেই এই সংস্থার (M & M Financial Share Price) শেয়ারের দাম এক ধাক্কায় অনেক পড়ে গিয়েছে। হু হু করে কমেছে শেয়ারের দাম। এমনকী এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলও স্থগিত হয়ে গিয়েছে এই সংস্থার।


কী জানিয়েছে M & M Financial


মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (M & M Financial Share Price) বাজার নিয়ন্ত্রক সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, মার্চের ত্রৈমাসিকে উত্তর-পূর্ব ভারতের সংস্থার একটি শাখায় খুচরো পরিবহন ঋণ জালিয়াতির মামলা নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কেওয়াইসি নথির মাধ্যমে হয়েছে এই জালিয়াতি, মহিন্দ্রা ফিনান্সিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ১৫০ কোটি টাকার জালিয়াতি হয়েছে। তবে এখনও এই বিষয়ে তদন্ত চলছে।   


অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে


সংস্থা আরও জানিয়েছে, উত্তর-পূর্ব শাখার এরিয়া বিজনেস ম্যানেজার এবং শাখার বেশ কিছু কর্মী এই প্রতারণার সঙ্গে যুক্ত। রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল ফ্রড মনিটরিং সেলকে এই তথ্য দিয়েছে সংস্থা, জালিয়াতির অভিযোগে কিছু ব্যক্তিকে ইতিমধ্য্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সংস্থা শনাক্তও করেছে।


ফলাফল প্রকাশ স্থগিত


জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর, ২৩ এপ্রিল জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের ফলাফল অনুমোদনের জন্য মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে সভা স্থগিত করা হয়েছে। তবে এখনও বোর্ডের পক্ষ থেকে পরবর্তী সভার তারিখ জানান হয়নি। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে গিয়েছে।


শেয়ারে বিপুল পতন


মঙ্গলবারের সেশনে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সংস্থার শেয়ারের দাম ২৭৮.৮৫ টাকা থেকে কমে হয়েছে ২৫৬.৫০ টাকা। বাজার বন্ধের সময় এই স্টকটি ৫.৫২ শতাংশ পতন লক্ষ করেছে। ২৬৩.৫৬ টাকায় গতকাল বন্ধ হয় এই সংস্থার শেয়ার।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )


আরও পড়ুন: Dividend Stocks: শেয়ারপিছু ৭.৭৫ টাকা হারে ডিভিডেন্ড দেবে টাটার এই শেয়ার, পোর্টফোলিওতে রেখেছেন ?