Scorpio-N Finance Scheme: টাকা না দিয়েই নতুন মহিন্দ্রা স্করপিও হতে পারে আপনার। একেবারে ১০০ শতাংশ ফিন্যান্স পেতে পারেন এই গাড়িতে। মহিন্দ্রার নতুন গাড়ির জন্য় রয়েছে দুর্দান্ত স্কিম। দেখে নিন, এতে কী সুবিধা পাবেন আপনি।


Mahindra Scorpio-N: কত টাকা থেকে দাম শুরু ? 
মহিন্দ্রা সম্প্রতি দেশে তাদের নতুন এসইউভি Scorpio-N লঞ্চ করেছে। যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে  ১১.৯৯ লক্ষ টাকা। কেবল প্রথম ২৫,০০০  হাজার বুকিংয়ের জন্য এই অফার দিচ্ছে কোম্পানি।  এগুলি ছাড়াও আসন্ন বুকিংয়ের দামগুলি এখনও প্রকাশ করা হয়নি। কোম্পানিটি ৩০ জুলাই সকাল ১১ টায় তার বুকিং শুরু করে। প্রথম মিনিটেই ২৫০০০ বুকিং  সম্পন্ন হয় এই গাড়ির। ৩০ মিনিটের মধ্যে এই সংখ্যাটা ১০০০ ছাড়িয়ে যায়। যা এখনও পর্যন্ত যেকোনও গাড়ির সবচেয়ে বড় বুকিং। কিন্তু কম বাজেটের কারণে আপনি যদি এখনও এই গাড়ি  বুকিং করতে না পারেন, তাহলে আমরা আপনাকে এই গাড়ির জন্য সেরা আর্থিক স্কিমের হদিশ দিচ্ছি। 


Scorpio-N Finance Scheme:মহিন্দ্রা স্করপিও এন ফাইন্যান্স স্কিম
মহিন্দ্রা  তার ফিন্যান্স পার্টনারসদের জন্য যৌথভাবে, Scorpio-N-এ গ্রাহকদের আকর্ষণীয় আর্থিক স্কিম অফার করছে। এই স্কিমের অধীনে, গ্রাহকরা ৬.৯৯ শতাংশ প্রাথমিক সুদের হারে এই গাড়ি কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ১০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। কোম্পানির এই আশ্চর্যজনক স্কিমের অধীনে, আপনি গাড়ির অন-রোড মূল্যে ১০০ শতাংশ অর্থ পেতে পারেন। যার অর্থ আপনি গাড়ির এক্স-শোরুম মূল্যের পাশাপাশি রেজিস্ট্রেশন ফি, বিমা, আনুষাঙ্গিক, শিল্ড, AMC ও  ঋণের সুরক্ষা পেতে পারেন। সেই ক্ষেত্রে এই বিষয়গুলিতে আপনি ঋণ পেতে পারেন।  


Mahindra Scorpio-N: এইভাবে বুঝে নিন স্কিম 
এই গাড়িটি পেতে আপনাকে কোনও প্রাথমিক অর্থ দিতে হবে না।  এর জন্য আপনাকে মাত্র ২১০০০ টাকা বুকিং চার্জ দিতে হবে।  এই টাকা দিয়েই আপনি গাড়ি বুক করে ফিন্যান্সের প্রক্রিয়া শুরু করতে পারেন। পরে গাড়ির ১০০ শতাংশ অন-রোড মূল্য পেলে এই বুকিং পরিমাণ আপনাকে ফেরত দেওয়া হবে। ঋণের ক্রেডিট বা অন্যান্য প্রক্রিয়াকরণ অর্থদাতার নিজস্ব শর্তাবলী অনুযায়ী করা হবে। এই এসইউভির এক্স-শোরুম দাম ১১.৯৯ লক্ষ টাকা থেকে ২৩.৯০ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে।