Mahindra Thar Price: চাহিদার তুলনায় জোগান কম। যার জেরে এখন গাড়ি বুক করলে পেতে পারেন সামনের বছর। এমনই একটি বিপুল চাহিদার গাড়ি বাড়িতে আনতে পারেন মাত্র ৬৯১ টাকা দিয়ে। জেনে নিন, কীভাবে হবে এই অসাধ্য সাধন।


Mahindra Thar এখন অফরোডার ভারতীয় এসইউভির শ্রেণিতে সবচেয়ে জনপ্রিয় গাড়ি। পরিসংখ্যান বলছে, 2022 সালের জানুয়ারিতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল এই কার। ভারতীয় অটোমেকার মহিন্দ্রা গত মাসে থার SUV-র 4,646 ইউনিট বিক্রি করেছে। যা 2021 সালের জানুয়ারিতে 3,152-ইউনিটের থেকে অনেক বেশি হয়েছিল। বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। 


LX ও AX অপশনাল ভ্যারিয়েন্ট : Mahindra Thar দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। LX ও AX অপশনাল। এর LX ভ্যারিয়েন্টে আপনি পেট্রল ও ডিজেল উভয় ট্রিম পাবেন। এটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল ট্রান্সমিশনের অপশনেও পাওয়া যায়। যেখানে AX অপশনালে কেবল আপনি ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প পাবেন। LX ভ্যারিয়েন্টের দাম শুরু 13,79,309 টাকা থেকে (এক্স-শোরুম পুনে) যেখানে AX অপশনালের দাম শুরু হচ্ছে 13,17,779 টাকা থেকে (এক্স-শোরুম পুনে)।


LX-এ আপনি একটি পরিবর্তনযোগ্য সফট টপ (ডিজেল MT ও AT পেট্রল AT সহ) একটি হার্ড টপ পাবেন। এটি HVAC, টাচস্ক্রিন, DRL, অ্যালোয়, 4WD, MLD, BLD ও R18 A/T টায়ার, ড্রাইভার ইনফরমেশন সিস্টেম, ESP, রোল কেজ, 2 টি এয়ারব্যাগ ও ABS পা-সহ পাওয়া যায়। AX অপশনালেও প্রায় একই রকম ফিচার পাওয়া যায়।


আপনি প্রতিদিন 691 টাকা করে দিয়ে এই গাড়ি পেতে পারেন। অন্তত কোম্পানির ওয়েবসাইট সেই কথাই বলছে।Mahindra Thar-এর AX অপশনালের দাম ধরলে প্রতি মাসে EMI দাঁড়ায় 20,482 টাকা। যা প্রতি মাসে 31 দিন বিবেচনা করলে দিনে প্রায় 691 টাকা দিতে হবে। অর্থাৎ প্রতিদিন মাত্র 691 টাকা করে দিয়ে Mahindra Thar আপনার হতে পারে।