নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) বদলে ভারতের (India) একদিনের (ODI) ও টি-২০ (T-20) দলের অধিনায়ক (Captain) নির্বাচিত হয়েছিলেন আগেই, এবার টেস্ট (Test Cricket) দলেরও অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দেশের মাটিতে শ্রীলঙ্কার (Sri ) বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করা হবে। বিসিসিআই সূত্রে এমনই খবর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেই ১০০-তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এই সিরিজেই টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন রোহিত। ফলে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক হচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কিছুদিন আগেও টেস্ট দলে সুযোগ পেতেন না রোহিত। তিনি মূলত সীমিত ওভারের ফর্ম্যাটের ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিলেন। কিন্তু বিরাটের নেতৃত্বে টেস্টে ওপেনার হিসেবে খেলা শুরু করার পরেই দুর্দান্ত সাফল্য পান রোহিত। পাশাপাশি সীমিত ওভারের ফর্ম্যাটেও তিনি ধারাবাহিকভাবে সফল। এই সাফল্যই তাঁকে জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।
এ মাসেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ শুরু ২৫ ফেব্রুয়ারি।
টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। এরপর তাঁকে একদিনের ফর্ম্যাটেও অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর এই ফর্ম্যাটেও অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। তাঁর বদলেই সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হয়েছেন রোহিত। এবার তিনি লাল বলের ফর্ম্যাটেও অধিনায়ক হতে চলেছেন।
বিরাটের বদলে পাকাপাকিভাবে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর শুরুটা দারুণভাবে করেছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ কাল। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত। শুক্রবার একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর ইডেনে তিনটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন না। করোনা আবহে ফাঁকা মাঠেই খেলা হবে।