Auto News: মারুতি জিমনি ৫ দরজার অফরোডার এসইউভি এনেছে আগেই। এবার মারুতিকে জবাব দিতে ৫ দরজার থার আনতে চলেছে মহিন্দ্রা। শীঘ্রই দেশের বাজারে আত্মপ্রকাশ ঘটবে এই গাড়ির।
Mahindra Thar 5 Door: ভারতের বাজারে এই এসইভির জবাব নেই
মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ভারতীয় বাজারে থার এসইউভি লঞ্চের আড়াই বছরের মধ্যে 1 লক্ষ ইউনিটের উৎপাদন অতিক্রম করেছে। জানুয়ারি 2023-তে কোম্পানি 1.5L ডিজেল ইঞ্জিন সহ এই SUV-এর রেয়ার-হুইল ড্রাইভ ভেরিয়েন্ট সামনে এনেছে। এর বিক্রয় আরও বাড়াতে, কোম্পানি তার নতুন 4X4 বেস ভেরিয়েন্ট ও নতুন 4X4 সাদা রঙের বিকল্প আনতে চলেছে। এর পাশাপাশি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা থারের 5-ডোর সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে। যা 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুর দিকে লঞ্চ করা যেতে পারে। যদিও কোম্পানিটি এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে।
Mahindra Thar: আগের থেকে বেশি জায়গা
5-দরজা মহিন্দ্রা থারের হুইলবেস 3-দরজা মডেলের চেয়ে 300 এমএম লম্বা। এছাড়াও এটি আরও প্রস্থ সহ নতুন বডি প্যানেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর 3-দরজা সংস্করণের তুলনায় 5-দরজা সংস্করণটি পিছনের সিটেও দরজা পাবে। তবে এর ইন্টেরিয়র লেআউট হবে বর্তমান মডেলের মতো। এটি আরও স্পেস সহ একটি বড় বুট স্পেস দেখতে পাবে।
Car News: পাওয়ারট্রেন কেমন হবে ?
Scorpio N-এর মতো একই পাওয়ারট্রেন মাহিন্দ্রা থারের 5 দরজা সংস্করণে দেখা যাবে। অর্থাৎ এর ইঞ্জিন হবে থ্রি-ডোর থারের চেয়ে বেশি শক্তিশালী। এতে 2.0L টার্বো পেট্রোল ও 2.2L টার্বো ডিজেল ইঞ্জিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা যথাক্রমে 200bhp/370-380Nm ও 130bhp/370Nm ছাড়াও 172bhp/300Nm আউটপুট দিতে সক্ষম হবে। এটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় গিয়ারবক্স সহ পাওয়া যাবে। থার 3-ডোর সংস্করণটি 132bhp এর 2.2L টার্বো ডিজেল শক্তি ও 152bhp এর 2.0L পেট্রোল ইঞ্জিন জেনারেটিং শক্তির বিকল্প পাবে
Mahindra Thar: এই মডেলটি 4X4 ও 4X2 এর সঙ্গে আসবে
ইঞ্জিন ছাড়াও 5-দরজা থারটি Scorpio N-এর ল্যাডার-অন-ফ্রেম চ্যাসিসও শেয়ার করবে। ছোট লাইফস্টাইল SUV এই চেসিস ব্যবহার করে আপডেট করা হবে। নতুন মডেলটি একটি 4X4 ড্রাইভট্রেন সিস্টেম ও একটি ম্যানুয়াল-শিফট ট্রান্সফার কেস সহ আসবে। গাড়িটি 4X4 ও 4X2/RWD সিস্টেমের সঙ্গেও পাওয়া যাবে।
Maruti Jimny: থার প্রতিদ্বন্দ্বিতা করবে মারুতি জিমনির সঙ্গে
এই গাড়িটি মারুতির 5 দরজা জিমনির সঙ্গে প্রতিযোগিতা করবে, যা কোম্পানি মে মাসে লঞ্চ করতে চলেছে। এই গাড়িটি 1.5L পেট্রোল ইঞ্জিন পাবে। গাড়িটি শুধুমাত্র 4X4 ড্রাইভট্রেন বিকল্প পাবে।
আরও পড়ুন : TVS raider vs Honda SP 125: কোন বাইক দেবে বেশি ভাল পারফরম্যান্স, কার দাম কত ?
Car loan Information:
Calculate Car Loan EMI