নয়াদিল্লি: অফিশিয়াল সাইটে গাড়ির আত্মপ্রকাশের বিষয়ে ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল Mahindra XUV700-এর গোপন ছবি। চওড়া বনেটের পাশে কালো গ্রিল গাড়িকে অন্য মাত্রা দিয়েছে।


জল্পনা চলছিল অনেকদিন ধরেই। বলা হচ্ছিল, কোভিডকালে সংক্রমণের জেরেই আটকে গিয়েছে মহিন্দ্রার একাধিক এসইউভি লঞ্চ। অফিশিয়াল টিজার ছাড়া হলেও সামনে আসছিল না Mahindra XUV700-এর ছবি। অবশেষে অটো ব্লগারদের সৌজন্যে প্রকাশ্যে চলে এল মহিন্দ্রার বহু প্রতীক্ষিত এসইউভির ছবি। কোম্পানির প্লান্ট থেকেই ফাঁস হয়েছে এই ছবি। 


গাড়ি দেখে মনে হচ্ছে, Mahindra XUV500-এর প্লাটফর্মেই তৈরি হয়েছে এই নতুন কার। বড় হেডল্যাম্পের পাশে ডিআরএল গাড়িকে অন্যান্য মডেলের থেকে আলাদা করছে। মহিন্দ্রা অলতেরাসের মতোই ক্রোম গ্রিল দেওয়া হয়েছে সামনে। নীচে রয়েছে ফগ লাইটের সুবিধা। এ ক্ষেত্রে আইসকিউব ফগ ল্যাম্প দেখা যাচ্ছে গাড়িতে। যা সাম্প্রতিককালে ব্যবহার করেছে রেনোঁ কিগার। 


প্রথম দেখাতে Mahindra XUV500-এর ফেসলিফট মনে হবে Mahindra XUV700-কে। সামনে-পিছনে কিছু পরিবর্তন ছাড়া আলাদা করার মতে বিশেষ কিছু নেই। তবে এবার গাড়িতে ক্ল্যাডিং ও রুফ রেইলস দিয়েছে মহিন্দ্রা। XUV500-এর থেকে আকারে বড় টেইল ল্যাম্প দেওয়া হয়েছে পিছনে। সেভেন সিটার হওয়ার কারণে থার্ড রো-এ বড় গ্লাস এরিয়া রাখা হয়েছে। যাতে পিছনের আসনে বসা যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করেন। 


এখানেই শেষ হয়নি গাড়ির ফিচার। ফ্লাশ ডোর হ্যান্ডেল ছাড়াও অটোমেটিক ভয়েজ অ্যালার্ট রয়েছে গাড়িতে। প্রতিযোগী কোম্পানির এসইউভিগুলোর মতোই এতে দেওয়া হয়েছে বড় সানরুফ। গাড়ির ভিতরে রয়েছে ডুয়াল টাচ স্ক্রিন ছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরার সঙ্গে এই এসইউভিতে পাওয়া যাবে ভেন্টিলেটেড পাওয়ার সিট। গাড়ি চালাতে গিয়ে অটো ব্রেকিং ও ক্রুজ কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। ২.২ লিটার পেট্রল ও ডিজেল অপশনে পাওয়া যেতে পারে Mahindra XUV700।


রিপোর্ট বলছে, আগামী ১৫ অগাস্ট বাজারে আসতে পারে এই গাড়ি। ১৭-১৮ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে এর বেস ভ্যারিয়েন্ট।