Divorce Case: স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। আর সেই ঝগড়া কখনও কখনও এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। আর এবারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কারণ হয়ে উঠল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অ্যাপল (Apple Lawsuit)। ভাবতে পারছেন ? অ্যাপলের জন্যই নাকি বিচ্ছেদ (Divorce for Apple) ঘটছে তাদের, এই মর্মেই অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকেছেন স্বামী। আদপে সেই ব্যক্তির ফোনে অ্যাপল আই-মেসেজ ফিচার্সের মাধ্যমে কিছু আপত্তিকর মেসেজ দেখে ফেলেছিলেন তাঁর স্ত্রী। আর সেই থেকেই বিবাদের (Viral News) সূত্রপাত। সেই মেসেজ মুছে দিয়েছিলেন সেই ব্যক্তি, কিন্তু তাঁর পরেও তাঁর স্ত্রী কীভাবে পড়ে ফেললেন ? এই বিষয়েই ক্ষুব্ধ হয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সেই ব্যক্তি।


অ্যাপলের প্রাইভেসি ফিচার্স নিয়ে প্রশ্ন উঠেছে


ব্রিটেনে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। আর সেই ব্যক্তি অ্যাপলের ফোনের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে অ্যাপলের ফোনে একটা বাগ রয়েছে, আর এই কারণেই মুছে দেওয়া মেসেজ পুনরায় দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন যে, আগেই সব মেসেজ তিনি মুছে দিয়েছিলেন। পরে দেখা গেল সমস্ত মুছে দেওয়া মেসেজ গিয়ে পৌঁছেছে আইম্যাকে কারণ অ্যাপলের পণ্যের মধ্যে থাকা সিনক্রোনাইজেশন প্রক্রিয়া। তিনি এও বলেছেন যে, অ্যাপল তাঁকে আগে থেকে জানায়নি যে ফোন থেকে মুছে দেওয়া মেসেজ  অ্যাপলের অন্য সিনক্রোনাইজড ডিভাইস থেকে মুছে যায় না।


৫০ লাখ পাউন্ডের মামলা ঠুকেছেন সেই ব্যক্তি


তিনি জানিয়েছেন, অ্যাপলের এই ভুলের কারণে তাঁর স্ত্রী সমস্ত মেসেজ দেখে ফেলেছেন এবং তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকেছেন। আর বিচ্ছেদের কারণে তাঁকে এখন ৫০ লাখ পাউন্ড দিতে হবে খোরপোশ হিসেবে। সেই ব্যক্তি জানিয়েছেন যে, এই বিচ্ছেদ আটকানো যেতে পারে। আমরা নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলে বিষয়টা মিটিয়ে নিতেই পারতাম। যদিও যে পদ্ধতিতে সেই মেসেজগুলি পড়ে ফেলেছেন তাঁর স্ত্রী, সেটি একান্তই ভুল। আর তাই অ্যাপলের বিরুদ্ধে একটা মামলা করেছেন সেই ব্যক্তি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Multibagger Stocks: ২ বছরেই বিনিয়োগ দ্বিগুণ করেছে টাটার এই শেয়ার, কেনা ছিল ?