শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee At Madan Mohan Temple)। এবার কোচবিহার আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। গত বারের জয়ী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তিনি। তার পর কোচবিহারের মদনমোহন মন্দিরে আজ পুজো দিতে দেখা গেল তৃণমূলনেত্রীকে। হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী অরূপ বিশ্বাসও। 


বিশদ...
গত কাল, ফাঁসিদেওয়ার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজ ও সাহায্যের বিষয়টি তদারকি করেন। তার পর, আজ, কোচবিহারে পৌঁছন তিনি। গত কাল উত্তরবঙ্গ পৌঁছেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি কোচবিহারের মদন মোহন মন্দিরে আসবেন। এখানে পুজো দেওয়ার পাশাপাশি 'মা, মাটি, মানুষকে' ধন্যবাদ জানাতে আসবেন, একথাও জানান মমতা। উত্তরবঙ্গের একমাত্র কোচবিহার লোকসভা আসনটিই জিতেছে তৃণমূল। তাও আবার অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয় তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। গত কাল ফাঁসিদেওয়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর সড়কপথে কোচবিহার পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাতে সার্কিট হাউসে থাকেন। আজ দুপুর পৌনে বারোটা নাগাদ পৌঁছে যান মদনমোহন মন্দিরে। সেখানে বেশ কিছুক্ষণ পুজো চলে। হাজির থাকেন দলের অন্যান্য একাধিক নেতা। 
পুজো দেওয়ার পর বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে পুলিশের তরফে অনন্ত মহারাজকে ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি রাজ্য়সভা সাংসদও। সেই মতো তিনিও প্রস্তুত রয়েছেন। জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকেও এদিন হাজির থাকতে দেখা যায় পুজোর সময়।


কোচবিহার জয়ে...
এবার কোচবিহারে প্রচার উপলক্ষ্যে ছুটে আসতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে।  নাম না করে নির্বাচনী জনসভা থেকে একাধিক বার বিজেপি প্রার্থীকে আক্রমণ শানান তিনি। অবশেষে ভোটবাক্সে সব কিছুর ফল পেয়েছে তৃণমূল। ফলপ্রকাশের দিন অবশ্য টানটান উত্তেজনা ছিল। ফলাফলের দিন দেখা যায়, কখনও তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কখনও আবার তাঁকে টেক্কা দিচ্ছেন বিজেপি প্রার্থী। যদিও শেষ হাসি হেসেছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়াই। ৭ লাখ ৮৮ হাজার ৩৭৫ ভোট পেয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি।


আরও পড়ুন:চরম অস্বস্তি, যদিও এই মুহূর্তে দেশের প্রথম ১০ উষ্ণ শহরের মধ্যে নেই কলকাতা ; তালিকায় কোন কোন শহর ?