Manmohan Singh Death : মিতভাষী হওয়ায় বার-বার সমালোচকদের নিন্দার মুখে পড়তে হত তাঁকে। সমালোচকরা তাঁকে বলতেন 'মৌনমোহন'। তা সত্ত্বেও পাল্টা বিষদগার করেননি তিনি। পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর কাজই কথা বলবে। দেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময় কী বলেছিলেন জানেন ?


এই বইতে রয়েছে সবকিছু
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মৌনমোহন তকমা দেওয়ায় হয়েছিল তাঁকে। সেই সময় এই নিয়ে বেশি কিছু না বললেও পরে বইতে সব জবাব দিয়েছিলেন মনমোহন সিংহ। 'চেঞ্জিং ইন্ডিয়া' বইতে প্রয়াত প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আমি জবাব দিতে ভয় পাই না। আমার সাংবাদিক সম্মেলনের পরিসংখ্যান সব কথা বলে দিচ্ছে। নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছি আমি।'


২০১৮ সালে দিয়েছিলেন যোগ্য জবাব
তাঁর শাসনকালে তিনি কী করেছেন, সেই জবাব দিয়েছিলেন 'চেঞ্জিং ইন্ডিয়া' বইতে। যেখানে সমালোকদের যোগ্য জবাব দিয়েছিলেন মনমোহন সিংহ। তিনি বলেছিলেন, ''লোকে বলে আমি নীরব প্রধানমন্ত্রী। আমি মনে করি , এই বই তাদের উত্তর দিতে পারবে। আমি কখনও সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পাইনি। আমি নিয়মিত সংবাদমাধ্য়মের সঙ্গে দেখা করতাম। বিদেশ যাত্রাতেও সাংবাদিকদের বিমানের মধ্যেই সাক্ষাৎকার দিয়েছি। কোনও ক্ষেত্রে বিমান নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। অনেক সংবাদ সম্মলনের বিষয়ে এই বইয়ের মধ্য়ে রয়েছে। ''


সিংহের হয়ে ব্য়াট ধরেছেন কংগ্রেসের এই সাংসদ
কদিন আগেই মনমোহন সিংহের নীরব তকমা নিয়ে জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় পরিসংখ্যান তুলে ধরে তিনি দেখিয়েছেন, সিংহের আমলে কতবার সাংবাদিক সম্মেলন করেছেন মনমোহন। পরিসংখ্যান বলছে, ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ১০ বছরের মনমোহন


সিংহের শাসনকালে ১১৭ বার প্রেস কনফারেন্স করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী। যার মধ্যে বিদেশ যাত্রায় ১০ বার। বার্ষিক প্রেস মিটে ১০ বার ও রাজ্য় যাত্রায় ২৩ বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। এমনকী নির্বাচন, রাজনীতি ও ইলেকশন ম্যানিফ্যাস্টোর বিষয়ে সাংবাদিকদের ১২ বার বৈঠকে করে প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।   


সিংহের সংগ্রাম থামল
৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার সন্ধেয় আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। কিন্তু যখন হাসপাতালে আনা হয়, তখনই শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠেছিল বলে জানা যায়। তড়িঘড়ি ICU-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন মনমোহন।


Manmohan Singh Passes Away: FDI থেকে লাইসেন্স রাজ ! এই পাঁচ কারণে আজ মনমোহন সিংহের জয়ধ্বনি দিচ্ছে দেশ