কলকাতা: ৩১মার্চ শেষ হচ্ছে ২০২১-২২ অর্থবর্ষ। সাধারণ বর্ষশেষের মতো উদযাপন হয় না ঠিকই। কিন্তু এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিজীবি বা ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে যদি আপনি করদাতা হন। সেক্ষেত্রে ৩১ মার্চের মধ্যেই আপনাকে আয়কর প্রদানের যাবতীয় কাজ শেষ করতেই হবে। 


শুধু চলতি অর্থবর্ষের আয়করই (income tax) নয়, এই দিনটি আরও কিছু কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই কাজগুলি সম্পূর্ণ করার শেষদিন আপাতত ৩১ মার্চ বলেই ধার্য করা হয়েছে। সেগুলি কী কী? 


আধার-প্যান লিঙ্ক:
আধার (aadhaar) কার্ডের সঙ্গে প্যান (pan) কার্ড সংযুক্তিকরণের জন্য শেষ তারিখ ৩১ মার্চ। এখনও পর্যন্ত যা নির্দেশিকা, তাতে ৩১ মার্চের মধ্যে এই কাজটি না করলে প্যান কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা (penalty) করা হতে পারে। 


ITR-এর ই-ভেরিফিকেশন:
শুধু আয়কর দাখিল করলেই হবে না। প্রয়োজন ই-ভেরিফিকেশন (e-verification)। আয়কর জমার পরে সেটি রিভিউ করা হলে তবেই সেটাকে গ্রাহ্য করে আয়কর দফতর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (Central Board of Direct Taxes) করদাতাদের ওই  কাজ করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে। 


কী ভাবে করবেন ই-ভেরিফাই?
Income Tax Portal-এ গিয়ে সেখানে ই-ভেরিফাইয়ের জন্য লিঙ্ক ক্লিক করুন। তারপর প্যান, মোবাইল নম্বর ও অ্যাসেসমেন্ট নম্বর দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 


বাকি থাকা রিটার্ন দাখিল:
২০২০-২১ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন (return) যারা দেননি তাঁরা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা করতে পারবেন। তবে দিতে হবে কিছু জরিমানা। কিন্তু এই দিনটির পর কোনওভাবেই ওই অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করা যাবে না।


অগ্রিম কর:
যে চাকরিজীবি ব্যক্তির বেতন ছাড়াও আয়ের অন্য উৎস রয়েছে এবং তা আয়কর প্রদানের মতো হয়ে থাকলে ৩১ মার্চের মধ্যে অগ্রিম কর (advance tax) জমা দিতে হবে। যাঁরা চাকুরিজীবি নন, তাঁদের সব উৎস মিলিয়ে যা আয় হবে সেখানে কত টাকা কর দিতে হবে তা হিসেব করে অগ্রিম কর প্রদান করতে হবে।


কর বাঁচাতেও কাজ:
আয়কর আইনের অধীনে নির্দিষ্ট পদ্ধতিতে আয়কর বাঁচানোর নানা উপায় রয়েছে। কিন্তু সেই সুবিধা পাওয়ার জন্য যাবতীয় কাজ ৩১ মার্চের মধ্যেই করে ফেলতে হবে।


আরও পড়ুন: এপ্রিলে বদলে যাচ্ছে এই দুই ব্যাঙ্কের নিয়ম, না জানলে আপনার ক্ষতি