Mark Zuckerberg: বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ২০১২ সালে ইনস্টাগ্রামকে কিনে নিয়েছিল। ১ বিলিয়ন ডলারের চুক্তিতে ফেসবুকের ইনস্টাগ্রাম (Instagram) অধিকারে চমকে উঠেছিল গোটা বিশ্ব। এমনকী যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় বড়সড় বিপ্লব ঘটিয়েছে এই চুক্তি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটা ইমেল যা থেকে জানা যাচ্ছে ঠিক কেন ইনস্টাগ্রাম অধিকার করেছিলেন মার্ক জুকারবার্গ। শুধু যে ইনস্টাগ্রামের ভবিষ্যতের সম্ভাবনার কথা মাথায় ছিল তাঁর, তা নয়। এমনকী দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা ভাঙার চিন্তাও ছিল মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) মনে। প্রকাশ্যে এসেছে একটা ইমেল আর তাই ফাঁস করে দিয়েছে জুকারবার্গের আসল উদ্দেশ্য।


২ বছরের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে ইনস্টাগ্রাম


ফেসবুক যদিও এখন মেটাতে রূপান্তরিত হয়েছে। তবে এই মেটার অধীনে রয়েছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মত বড় বড় আরও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ সালে চালু হয়েছিল ইনস্টাগ্রাম, (Instagram) মূলত ছবি শেয়ার করার জন্যেই চালু হয়েছিল এই অ্যাপটি। ফেসবুক যেখানে কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছিল, সেখানে ২ বছরের মধ্যেই এই ইনস্টাগ্রাম অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠে। ইনস্টাগ্রামকে জুকারবার্গ (Mark Zuckerberg) প্রথমে ফেসবুকের প্রতিযোগী হিসেবেই দেখেছিলেন আর তাই সমস্তরকম প্রতিযোগিতা শেষ করতে তিনি ইনস্টাগ্রাম কিনে ফেলার সিদ্ধান্ত নেন।


১ বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম কেনেন জুকারবার্গ


ইনস্টাগ্রামের (Instagram) মূল্য ছিল ২০১২ সালে ১ বিলিয়ন ডলার। এখন মাত্র ১২ বছরের মধ্যেই এই অ্যাপের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। ফাঁস হওয়া ইমেলে জানা যাচ্ছে যে, ১ বিলিয়ন ডলারটিও মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) মাথায় ছিল। ইনস্টাগ্রাম ছাড়াও আরও অনেক মোবাইল অ্যাপে নজর রাখছিলেন তিনি। ফেসবুকের তৎকালীন সিএফও ডেভিড এরাসম্যানকে একটি ইমেলে তিনি লিখে পাঠান যে, ইনস্টাগ্রামের মত সংস্থাগুলি লক্ষ লক্ষ ব্যবহারকারী পেয়েছে। দ্রুত তাঁদের বৃদ্ধি হচ্ছে আর ফেসবুকেরও দল ছোট নেই। সেখানে এখন ব্যবসা হয়ত নেই, কিন্তু নিজেদের নেটওয়ার্ক ইতিমধ্যেই ইনস্টাগ্রাম তৈরি করে ফেলেছে। আর এই সংস্থা বড় হলে ফেসবুকের পক্ষে খুবই সমস্যাজনক হবে।


ভবিষ্যৎ জানতে পেরেছিলেন মার্ক জুকারবার্গ


সেই ইমেলেই জুকারবার্গ জানিয়েছিলেন যে এই নতুন সংস্থাগুলিকে ৫০০ মিলিয়ন বা ১ বিলিয়ন ডলার দেওয়া হলে সেই সংস্থা বিক্রি করতে তাঁরা আগ্রহী হতে পারে। ভাল দামে তাঁরা ফেসবুকের সাফল্যের অংশ হয়ে উঠতে চাইবে। তবে এই ইমেল ফাঁস হলেও এর সত্যতা এখনই যাচাই করা যায়নি। তবু জুকারবার্গের চিন্তাধারার কিছুটা দিক তুলে ধরছে এই ইমেল।


আরও পড়ুন: Emmforce Autotech IPO: এই কোম্পানির জিএমপি দিচ্ছে ১০২ শতাংশ আয়ের সুযোগ, আজ খুলেছে আইপিও