নয়াদিল্লি: আগামীকালই ফের খুলবে শেয়ার বাজার (Share Market)। আগামী সপ্তাহে ভারতের (Indian Stock Market) শেয়ার বাজার কেমন যেতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্ব বাজারের ধারা, বিদেশি বিনিয়োগকারীদের ট্রেডিং এবং তেলের দামের ওঠানামার (Oil Benchmark) নির্ভর করবে শেয়ার বাজারের গতিপথ।


গত সপ্তাহে ৩ শতাংশের মতো পড়েছিল শেয়ার মার্কেট। বৃহস্পতিবার মাসিক ডেরিভেটিভের মেয়াদ শেষ হওয়ার মধ্যে বাজারে অস্থির প্রবণতার মুখোমুখি হতে পারে। ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের (Crude Oil) দাম, শক্তিশালী মার্কিন ডলার (US dollar) সূচক এবং আরও কিছু কারণ যেমন Foreign Institutional Investor -দের স্টক বিক্রির জন্য বাজারে ধাক্কা লাগবে। কোটাক সিকিউরিটিজ-এর (Kotak Securities Ltd) টেকনিক্যাল রিসার্চের (Technical Research) ভাইস প্রেসিডেন্ট অমল আঠওয়ালে বলেন, 'বিশ্ব ও অভ্যন্তরীণ বাজারের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন স্টক মার্কেটের ট্রেন্ড, অপরিশোধিত তেলের দাম, ডলারের তুলনায় টাকার ওঠানামা, FII-এর বিনিয়োগ এবং DII-এর বিনিয়োগের দিকে লক্ষ্য রাখতে হবে।'        


মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের (Master Capital Services Ltd) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অরবিন্দর সিংহ নন্দা বলেন, 'আরও কিছু কিছু ঘটনার উপর নির্ভর করবে এই সপ্তাহে মার্কেটের ওঠানামা। UK-এর জিডিপি তথ্য, আমেরিকার জিডিপি তথ্য, ইউরোজ়োনের মুদ্রাস্ফীতির উপর নির্ভর করবে।' রেকর্ড উচ্চতায় যাওয়ার পরে বেঞ্চমার্ক পড়েছে গত সপ্তাহে, বিশ্বের শেয়ার মার্কেটের ট্রেন্ডও দুর্বল ছিল।  গত সপ্তাহে BSE পড়েছে ২.৬৯ শতাংশ, নিফটি পড়েছে ২.৫৬ শতাংশ।         


স্বস্তিকা ইনভেস্টমার্টের (Swastika Investmart Ltd) হেড অফ রিসার্চ সন্তোষ মীনা বলেন,'গত সপ্তাহে বাজারে উল্লেখযোগ্য প্রফিট-বুকিং দেখা গেছে, প্রাথমিকভাবে HDFC ব্যাঙ্কের তীব্র পতন, দুর্বল গ্লোবাল ট্রেন্ড এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লগ্নি বিক্রি এগুলিই মার্কেটকে চালিত করেছে। বিশ্বের বিভিন্ন মার্কেটে এখন টালমাটাল পরিস্থিতি চলছে। বিশেষ করে FOMC নীতির পরে।'       


'FOMC- সুদের হার অপরিবর্তিত রেখেছে। সুদের হার নিয়ে FOMC-এর এমন সিদ্ধান্তের পরেই তার প্রভাব দেখা গিয়েছে বাজারে। নেতিবাচক ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে বাজার।', জানান কোটাক সিকিউরিটিজের (Kotak Securities Ltd) হেড অফ রিসার্চ (রিটেল) শ্রীকান্ত চৌহান।                             


আরও পড়ুন: বিমানচালকদের পদত্যাগ নিয়ে আইনি লড়াইয়ে Akasa! সিদ্ধান্ত জানিয়ে দিল DGCA