Maruti Jimny 5-door: বার বার আশা জাগিয়েও এই গাড়ির বিষয়ে হতাশ করেছে মারুতি (Maruti)। কদিন আগেও মারুতির টিজারে অফরোডার জিমনির ইঙ্গিত পেয়েছিল দেশ। যদিও শেষপর্যন্ত মারুতি জানিয়ে দেয়, টিজারে দেখানো গাড়ি আসলে এসক্রসের নতুন সংস্করণ, সেটি মারুতি জিমনি (Maruti Jimny) নয়। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই দেশের রাস্তায় দেখা যেতে পারে পাঁচ দরজার মারুতি জিমনি।


Maruti Jimny: বিদেশের মাটিতে ভারত থেকেই যায় জিমনি 
জানলে অবাক হবেন , ভারতের মারুতির কারখানা থেকেই বিদেশের মাটিতে রফতানি করা হয় জিমনি। যদিও ভারতের বরাতে জোটে না এই অফরোডার। তবে বিদেশের মাটিতে জিমনির তিন দরজার গাড়ি দেখতে পারবেন আপনি। পুরোনো ৪-স্পিড অটোমেটিক অথবা ৫-স্পিড ম্যানুয়ালে বিক্রি হয় গাড়ি। অটো সাইটগুলির মতে, ভারতের বাজারে ৫ দরজার নতুন জিমনি আনতে চলেছে মারুতি।


Maruti Jimny 5-door: বিশ্ববাজারের থেকে আলাদা ইঞ্জিন হবে গাড়িতে
সূত্রের খবর, দেশের বাজারে হালকা হাইব্রিড ইঞ্জিন-সহ ৫ দরজার গাড়ি আনবে Maruti। পাঁচ দরজার জিমনিতে লম্বা হুইলবেস থাকবে। সামনের ও পিছনের দরজাগুলির জন্য একটি আলাদা ডিজাইন দেবে কোম্পানি। বাইরের মার্কেটের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি। 


Maruti Upcoming SUV: কী থাকতে পারে গাড়িতে ?
মারুতি জিমনি আগেই দিল্লির অটো এক্সপোতে দেখানো হয়েছিল। যদিও তা ছিল আন্তর্জাতিক মডেলের কার্বন কপি। এবার ভারতের কথা মাথায় রেখে পরিবর্তন করা হবে নকশায়। তাই এতে নতুন ব্রেজার মতো একটি বড় টাচস্ক্রিন ও কানেক্টেড গাড়ি প্রযুক্তির মতো প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি আশা করতেই পারেন৷ Brezza-র মতো এতে ৫ স্পিড ম্যানুয়াল হালকা হাইব্রিড ১.৫ লিটার পেট্রল ও একটি ৬স্পিড অটোমেটিক ইঞ্জিন থাকতে পারে। জিমনিতে 4x4 সিস্টেম পেতেই পারেন। 


আরও পড়ুন : 2022 TVS Ronin: ক্রুজার না হলেও নিও-রেট্রো স্ক্র্যাম্বলার ! এই প্রিমিয়াম বাইক আনল টিভিএস