দিল্লিঃ চলতি মাসের ১২ তারিখ দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরের ( Deogarh International Airport) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, ১২ জুলাই দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হতে চলেছে। দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হবে এবার আভ্যন্তরিণ উড়ান। বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) জানিয়েছে, ১২ জুলাই থেকেই দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দরের মধ্যে বিমান চলাচল করবে।  মূলত দেওঘরই হবে রাজ্যের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে সরাসরি এবার বিদেশ যাত্রা করা যাবে। 


আরও পড়ুন, শিনজো আবেকে শ্রদ্ধা জানাতে জাতীয় শোক ভারতে, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর






ডিজিসিএ, দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরকে আভ্যন্তরিণ উড়ানের জন্য ১১ এপ্রিল লাইসেন্স দিয়েছে।এর পরে ৪ জুন ইন্ডিগোর এয়ারবাস ৩২০ এই বিমানবন্দর থেকে যাত্রা শুকু করে। এরপরেই ট্রায়াল রানে সাফল্য পায় এই উড়ান। তারপরেই উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, ১২ জুলাই দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। বিমান সংস্থা ইন্ডিগো সূত্রে খবর, চলতি মাসের ১২ তারিখ দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দরের মধ্যে বিমান যাত্রা শুরু করবে।


জানা গিয়েছে, প্রায় ৪০০ কোটি অর্থ ব্যয়ে তৈরি করা হয়েছে এই দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে ডিআরডিও ৫০ শতাংশ এখানে অবদান করেছে।সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, ১২ জুলাই দেওঘর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। এবং তাই সেই ভাষণের জন্য ইতিমধ্যেই মোদিকে ঘিরে যাবতীয় কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, প্রতিবছর দেওঘরে শ্রাবণী মেলা ঘিরে কয়েক লক্ষ ভক্তের ভিড় থাকে। ভক্তরা আসেন কলকাতা, উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গা থেকে। তবে এবার বিমান পরিষেবা চালু হয়ে গেলে পরিবহণে সুবিধা পাবে সকলেই।