Maruti Car Discount Offer: দাম বৃদ্ধির মধ্যে একাধিক গাড়িতে দারুণ অফার ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। জানুয়ারি থেকেই তাদের বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে কোম্পানি। এবার কিছু গাড়িতে ছাড় দিয়ে ক্রেতাদের শো-রুম মুখী করার চেষ্টা শুরু ইন্দো-জাপানিজ কোম্পানির।

Maruti AltoMaruti Alto-র 'STD' ট্রিম মডেলে ১০,০০০ টাকা ও অন্য ট্রিমে ১৫,০০০ টাকা নগদ ছাড় দেওয়া হচ্ছে৷ এছাড়াও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গাড়িতে। অল্টোর সিএনজি ভ্যারিয়েন্টে কোনও অফার নেই।

S PressoMaruti S-Presso-তে ১৫,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়াও পাচ্ছেন ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে এরও CNG ভ্যারিয়েন্টে কোনও অফার নেই।

Maruti Wagon-RMaruti WagonR-এ রয়েছে ১০,০০০ টাকার নগদ ছাড়ের ব্যবস্থা। এ ছাড়াও ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গাড়িতে। CNG ভ্যারিয়েন্টে কোনও অফার নেই।

Maruti CelerioMaruti Celerio-এর নতুন বা পুরোনো কোনও মডেলেই কোনও ছাড় দেওয়া হচ্ছে না। ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই মডেলে।

Maruti SwiftMaruti Swift-এ ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়াও রয়েছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।গাড়িতে ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Maruti DzireMaruti Dzire-এ ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ১০,০০০ টাকার বিনিময় বোনাস। সঙ্গে রয়েছে ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Vitara BrezzaMaruti Vitara Brezza-তে ৫০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ১০০০০ টাকার বিনিময় বোনাস পাবেন গাড়িতে। ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Maruti EecoMaruti Eeco-তে ১০০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও পাবেন ১০,০০০ টাকার বিনিময় বোনাস। সঙ্গে পাচ্ছেন ৩০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট । গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টে কোনও ছাড় নেই।

এখানে আপনাকে বিভিন্ন Maruti গাড়ির অফারগুলির একটি তালিকা রয়েছে৷ আপনি যদি সব গাড়ির অফারগুলি যোগ করেন তবে তা ১,৮৯ লক্ষ টাকা দাঁড়াবে। বিভিন্ন ডিলারশিপে অফার আলাদা হতে পারে। সুতরাং আপনি যেখান থেকে গাড়ি কিনবেন, প্রথমে সেই ডিলারশিপে সাম্প্রতিক অফারগুলি সম্পর্কে জেনে নেবেন আগে।