কলকাতা: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (National Green Tribunal Kolkata) নির্দেশে দূষণ রুখতে ছট পুজোর আগে বন্ধ রবীন্দ্র সরোবর (Rabindra Sarabar) ও সুভাষ সরোবর (Subhash Sarabar)। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে দুই সরোবরের চারদিক। অশান্তি এড়াতে একজন ডিসি ও ৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে মোতায়েন  ৫০০ পুলিশ কর্মী (Kolkata Police)।


আগেই KMDA-র তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর (Rabindra Sarabar)। সকালে সরোবরের গেটগুলিতে তালা লাগিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি, যে সমস্ত জলাশয়ে ছট পুজো করা যাবে, তার তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে KMDA-র তরফে। একইসঙ্গে সচেতনতামূলক প্রচারও চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police) ও পুরসভা (Kolkata Municipality Corporation)।


ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (National Green Tribunal Kolkata) নির্দেশ অনুসারে দূষণ রুখতে ছট পুজোর (Chhath Puja 2021) আগে রবীন্দ্র সরোবরে যে ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ এবং পুরসভা, তাতে সন্তুষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত। আজ সকালে রবীন্দ্রসরোবরে গিয়ে চারপাশ ঘুরে দেখেন তিনি। তাঁর আশা, এবছর সরোবরে দূষণ প্রতিরোধ সম্ভব হবে।


কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের পঞ্চসায়রে ছট পুজোর (Chhath Puja 2021) ঘাট প্রস্তুত করা হয়েছে। ঘাট পরিদর্শনে গেলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার-সহ বেশ কয়েকজন। কোভিড বিধিকে মান্যতা দিয়ে সুষ্ঠুভাবে ছট পুজোর আয়োজন করা হয়েছে। অথচ বিজেপি-শাসিত রাজ্যে এমনটা হয়নি। কটাক্ষ অরূপ বিশ্বাসের। 


অন্যদিকে ছটপুজো উপলক্ষ্যে বাঁকুড়া ও দুর্গাপুর শহরের একাধিক হিন্দিবাসী মহল্লায় পুজোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা। তা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল তাতে আমল দিতে নারাজ




উল্লেখ্য, দিল্লিতে (Delhi) যমুনা (Yamuna) নদীর দূষিত ফেনার মধ্যে দাঁড়িয়ে ছট পুজো। এই ছবি প্রকাশ্যে আসতেই তত্পর হল দিল্লি প্রশাসন। নৌকা নামিয়ে চলল যমুনা পরিষ্কারের কাজ। দিল্লি সরকারের তরফে ১৫টি নৌকা নামিয়ে দূষিত ফেনা তুলে ফেলার কাজ শুরু হয়েছে।