Maruti Suzuki Jimny Launch: আর বেশি দেরি নেই। ভারতের বুকে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত গাড়ি মারুতি সুজুকি জিমনি(Maruti Suzuki Jimny)। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গাড়ির লঞ্চ নিয়ে ডিলারদের সম্মেলনে আলোচনা সেরেছে কোম্পানি। 


Maruti Suzuki Jimny Update:
আয়তনে জিমনির থ্রি ডোরের থেকে বড় হবে এই অফরোডার। তবে ৪ মিটারের মধ্যে দৈর্ঘ্য থাকবে গাড়ির। থ্রি ডোরের থেকে হুইলবেস ৩০০ এমএম বৃদ্ধি পেয়েছে। এই SUV-র দৈর্ঘ্য ৩৮৫০ এমএম ও প্রস্থ্যে গাড়ি ১৬৪৫ এমএম রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। গাড়ির উচ্চতা থাকবে ১৭৩০ এমএম। নতুন জিমনির(Maruti Suzuki Jimny) হুইলবেস হবে ২৫৫০ এমএম। 


Maruti Suzuki Jimny Update: কারা হবে প্রতিযোগী ?
দৈর্ঘ্যে মারুতি সুইফটের (Maruti Suzuki Swift) আয়তন পেয়েছে এই গাড়ি। যদিও হুইলবেসের দিক থেকে ভিটারা ব্রেজার  (Vitara Brezza)থেকে সামান্য বড় হবে জিমনি।আন্তর্জাতিক বাজারে অনেক আগে থেকেই চলছে মারুতি-সুজুকির এই গাড়ি। হরিয়ানার মানেসর প্লান্টে তৈরি হয় মারুতি সুজুকি জিমনির তিন দরজার ভ্যারিয়েন্ট। যা এখান থেকেই বিশ্ব বাজারে রফতানি করা হয়। ভারতের বাজারে এলে এই গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে মহিন্দ্রা থার ও ফোর্স গুরখার। যদিও থার ও গুরখার থেকে সাইজে ছোট হতে পারে এই অফরোডার এসইউভি। টল স্টান্স আর ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বিশ্ববাজারে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মারুতির এই গাড়ি।


Maruti Suzuki Jimny-তে কী ইঞ্জিন দেবে কোম্পানি ?
ভারতে তিন দরজার পরিবর্তে ৫ দরজার জিমনি আনবে কোম্পানি। সেই ক্ষেত্রে সাইজ এক হলেও বদলে যাবে ইন্টিরিয়র ডিজাইন। বিশ্ব বাজারে জিমনিতে দেওয়া হয়েছে ১.৪ লিটার টার্বো চার্জড হাইব্রিড পেট্রল ইঞ্জিন।তবে শোনা যাচ্ছে, ভারতের জন্য ১.৫ লিটারের K15B পেট্রেল ইঞ্জিন দিতে পারে মারুতি। Vitara Brezza, Ciaz, Ertiga ও XL6-এ পাওয়া যায় এই ইঞ্জিন। এ ছাড়াও 12V SHVS mild-hybrid ইঞ্জিন দেওয়া হতে পারে গাড়িতে।


Maruti Suzuki Jimny লঞ্চের তারিখ:
২০২২ সালেই দেশে লঞ্চ হতে পারে মারুতি-সুজুকির বহু প্রতীক্ষিত গাড়ি জিমনি(Maruti Suzuki Jimny)। তবে ডিলারদের সঙ্গে এই গাড়ির বিষয়ে কথা হলেও এর লঞ্চ ডেটের বিষয়ে এখনও নিশ্চিত করেনি কোম্পানি। 


আরও পড়ুন : Maruti Suzuki Price Hike: বছরের শুরুতেই বড় ধাক্কা ! গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি