Maruti Suzuki Price Hike:  গাড়ি তৈরিতে খরচ বেড়েছে। যার জেরে বছরের শুরুতেই ফের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মারুতি(Maruti)। স্বাভাবিকভাবেই দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির এই সিদ্ধান্ত বড়সড় প্রভাব পড়বে ক্রেতাদের ওপর।


Maruti Suzuki Price Hike: কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাস থেকেই নতুন দামে কিনতে হবে গাড়ি। দীর্ঘদিন ধরেই 'ইনপুট কস্ট' বেড়ে চলাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।তবে সব গাড়ি দাম বৃদ্ধির ক্ষেত্রে একই নিয়ম মানা হবে না। যদিও কোন গাড়ির কী দাম হবে তা নিয়ে মুখ খোলেনি কোম্পানি। 


Maruti Suzuki Update: পরিসংখ্যান বলছে, ছোট হ্যাচব্যাক গাড়ি থেকে শুরু করে এসইউভি বিক্রি করে মারুতি (Maruti)। সেখানে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি অল্টো থেকে শুরু করে রয়েছে এস ক্রসের মতো মডেল। ৩.১৫ লক্ষ টাকা থেকে ১২.৫৬ লক্ষ টাকার গাড়ি রয়েছে মারুতির কাছে। এসবই অবশ্য দিল্লিতে গাড়ির এক্স শোরুম প্রাইস। 


তবে এই প্রথমবার নয়। চলতি বছরে তিনবার গাড়ির দাম বাড়িয়েছে মারুতি(Maruti Suzuki Update)। জানুয়ারিতে কোম্পানি গাড়ির দাম বাড়িয়েছে ১.৪ শতাংশ। এপ্রিলে গাড়ির দাম বেড়েছে ১.৬ শতাংশ। এখানেই থেমে থাকেনি মারুতির গাড়ির দাম। সেপ্টেম্বরে ফের গাড়ির দাম ১.৯ শতাংশ বাড়িয়েছে কোম্পানি। সব মিলিয়ে চলতি বছরে ৪.৯ শতাংশ দাম বেড়েছে মারুতির গাড়ির।


Maruti Suzuki Price Hike: কোম্পানির এই গাড়ির দাম বাড়ানো নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন কোম্পানির সিনিয়র এক্জিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব। তিনি জানান, গত এক বছরে গাড়ি তৈরির কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তাই স্টিল, অ্যালুমিনিয়াম,কপার, প্লাস্টিক ও দামী ধাতু আগের থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। সেই কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে কোম্পানি।


আরও পড়ুন : Aadhaar card update: আধারে বদলাতে চান পুরোনো ছবি ? এই সহজ পথে হবে সমাধান


আরও পড়ুন : Ducati Bike: পর্দা উঠল নতুন বাইকের, দেখে নিন 2022 Ducati Panigale V4