নয়া দিল্লি: এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ম্যাকডোনাল্ডস (McDonald's)। বিশ্বের বৃহত্তম ফাস্ট-ফুড চেইনগুলির মধ্যে একটি এই বার্গার (Burger) প্রস্তুতকারী সংস্থাটি। জানা গিয়েছে, এই সপ্তাহে সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) সমস্ত অফিস বন্ধ করেছে ম্যাকডোনাল্ডস। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থায় নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা।                                   


সংস্থাটি গত সপ্তাহে তার মার্কিন কর্মীদের একটি মেল পাঠিয়েছে সোম থেকে বুধবার পর্যন্ত বাড়ি থেকে কাজ শুরু করার জন্য। কতজন কর্মচারীকে বরখাস্ত করা হবে তা স্পষ্ট নয়। একটি মেইলে বলেছে, 'আমরা সংগঠনের ভূমিকা এবং কর্মীদের স্তরের সঙ্গে সম্পর্কিত মূল সিদ্ধান্তগুলিকে যোগাযোগ করব।'                                                                         


রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারিতেই আর্থিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল শিকাগো ভিত্তিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, শীঘ্রই কর্পোরেট শাখায় থাকা কর্মীদের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হবে। অন্য ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।


গত সপ্তাহেই কর্মীদের কাছে পাঠানো এক মেল বার্তায় জানানো হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বাড়ি থেকেই কাজ করতে হবে। পূর্ব নির্ধারিত যাবতীয় বৈঠক যেন বাতিল করা হয়। চলতি সপ্তাহেই কর্মী সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ওই মেল পেয়েই ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে শুরু করেছেন সংস্থার কর্মীরা।


আরও পড়ুন, চামড়ার নিচে কিলবিল করছে পোকা! রোগীকে দেখে ভয়ে সিঁটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ


বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে আমাজন, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-এর মতো মার্কিন বহুজাতিক সংস্থাগুলি। ইতিমধ্যেই কয়েক লক্ষ কর্মী কাজ হারানোর নোটিশ পেয়েছেন। চলতি বছরে আরও একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে বলে মনে করা হচ্ছে।


মার্কিন কারিগরি সংস্থাগুলিতে ব্যাপক ছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ভারতীয়দের মধ্যে রয়েছেন।