নয়া দিল্লি: চামড়ার নানা রোগ হয়। কিন্তু এমন রোগ বিরল। এক রোগীর দেহের চামড়ার নিচেই কিলবিল করছে লার্ভা, এমন ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর চামড়ার নিচে হেঁটেচলে বেড়াচ্ছে পোকাগুলি।                                                                                                                                                                                             


এই সংক্রান্ত একটি স্টাডি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত হয়েছে। ৬৪ বছর বয়সি এক ব্যক্তির দেহে এমন 'হাইপারইনফেকশন' হয়েছে। ওই রোগী জানিয়েছেন, কিছুদিন আগে হঠাৎই ডায়রিয়া শুরু হয়। পাশাপাশি গায়ে চুলকানিও শুরু হয়। 


মাদ্রিদের ইউনিভার্সিটি অফ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন এই ব্যক্তি Strongyloides stercoralis এ আক্রান্ত। এই ধরনের গোলাকৃতি কৃমিগুলি মূলত ট্রপিকাল এলাকায় থাকে। এই রোগটিকে বলা হয়- Strongyloidiasis। কিন্তু কীভাবে এই রোগে আক্রান্ত হলেন ব্যক্তি তা এখনও অজানা চিকিৎসকদের কাছেও। 


এ সংক্রান্ত বিষয়ে একাধিক ছবিও শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায়। এ যেন প্যারাসাইটের ট্যাটু। চামড়ার নিচে কোথায় কোথায় কৃমিগুলির অবস্থান তা মার্কার দিয়ে এঁকে রেখেছেন চিকিৎসকরাই। দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রীতিমতো কিলবিল করছে পোকাগুলি। পেশায় স্যানিটেশন কর্মী নিজের দেহে কীভাবে এই রোগটিকে ধারণ করলেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। 


আরও পড়ুন, 'ভগবান হ্যায় কঁহা রে তু?' গান লিখে পরীক্ষার খাতা ভরালেন পড়ুয়া, পাল্টা দিলেন শিক্ষকও


নিউ ইয়র্ক পোস্টের প্রকাশিত তথ্য অনুসারে, চিকিৎকসরা জানিয়েছেন, এই কৃমির রোগটি সাধারণত উপসর্গবিহীন। অনেক সময়ই হয় যে বছরের পর বছর ধরে এই রোগ সনাক্ত করা যায় না। তবে হরমোন থেরাপি করে এই রোগকে কমানো যায়। যদিও রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে শেষ করে দেয় এই কৃমিগুলি। অনেক সময় হয় হাইপারইনফেকশনের বাড়বাড়ন্তের জেরে দেহে সেপসিস রোগও হয়ে যায়। যা পরবর্তীতে প্রাণঘাতী হয়ে পড়ে।