NPPA: ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটের মাত্র ২ সপ্তাহ পরেই সাধারণ মানুষকে স্বস্তি দিল সরকার। পেনকিলার এবং অ্যান্টি-বায়োটিক সহ ৭০টি প্রয়োজনীয় ওষুধের দাম (Medicine Price Reduced) কমতে চলেছে এবারে। এর ফলে চিকিৎসার খরচও অনেকটাই কমবে, পকেটে আর টান পরবে না মধ্যবিত্তের।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি সংক্ষেপে এনপিপিএ-র তরফে এবারে বাজারের মোট ৭০টি ওষুধের দাম আরও কমানো হল। এই সপ্তাহে এনপিপিএ-র এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে। এই সমস্ত ওষুধ সাধারণ মানুষের বেশ কিছু নিত্যনৈমিত্তিক রোগের প্রতিকারে কাজে লাগে। এই জন্য এনপিপিএ সিদ্ধান্ত নিয়েছে যে ৭০টি সাধারণ ওষুধ এবং ৪টি বিশেষ ওষুধের দাম কমানো হবে।
এই ওষুধগুলির দাম কমছে
যে ৭০টি ওষুধের দাম কমাতে চলেছে এনপিপিএ তার মধ্যে রয়েছে পেনকিলার, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, সংক্রমণ, ডায়রিয়ার ওষুধ, পেশিতে ব্যথা, ডায়বিটিস, রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য লাইফস্টাইল ডিসঅর্ডারের ওষুধ রয়েছে এই তালিকায়। এছাড়াও ৪টি বিশেষ ওষুধের দাম কমাবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, এই ৪টি হল বিশেষ ওষুধের ফর্মুলেশন।
গত মাসেও দাম কমেছিল ওষুধের
এর আগে জুন মাসের শেষে সরকার বেশ কিছু জরুরি ওষুধের দাম কমিয়েছিল। জুন মাসের ১২৪তম বৈঠকে এনপিপিএ ৫৪টি সাধারণ ওষুধ এবং ৮টি বিশেষ ফর্মুলেশনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, ডায়বিটিস, হৃদরোগের ওষুধের দাম কমেছিল সেবারে। ক্যান্সারের কিছু কিছু ওষুধও সস্তা হয়েছিল জুন মাসের পর। এবার ফের দাম কমল এই ওষুধের।
স্বস্তি পাবেন সাধারণ মানুষ
সাধারণ এই সমস্ত ওষুধের দাম কমার ফলে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ। নানা রোগের চিকিৎসার জন্য বহু মানুষকেই পেনকিলার থেকে অ্যান্টিবায়োটিক কিনতে হয়। গত মাসের ২৩ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন এবং সেই বাজেটের মাত্র ২ সপ্তাহ পরেই ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। সস্তায় ওষুধ উৎপাদন ও বিপণনের উপরে জোর দেবে সরকার, এমনটা আশাই করা হয়েছিল এবারের বাজেটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RBI MPC Meeting: কমবে না EMI-এর চাপ, এবারেও রেপো রেট একই রাখল RBI