Meta India Office: গুরুগ্রামে যাত্রা শুরু ফেসবুকের (Facebook) পেরেন্ট কোম্পানি মেটার (Meta)। ছোট ব্যবসায়ী ও 'ডিজিটাল ক্রিয়েটর'দের জন্য ১,৩০,০০০ স্কোয়ারফিটের অফিসে করেছে এই 'সোশ্যাল মিডিয়া জায়ান্ট'।
DLF-2-তে মেটার এই অফিস এখন সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।৬ তলা এই ইমারতেই চলবে এশিয়ার প্রথম মেটা অফিসের (Meta India Office) কাজকর্ম। অফিসের উদ্বোধন করছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। কোম্পানি জানিয়েছে, এই অফিস থেকেই ফেসবুক(Facebook) , হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সবথেকে বড় টিম নিয়ে কাজ করবে মেটা। সেই কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে DLF-5-এর ২ হরাইজন সেন্টারের ফেসবুকের পুরোনো অফিস।
Meta India Office: নতুন অফিসে বা মেটার ডিজিটাল ক্রিয়েটার হাবে কারা আসবেন, তা নিয়ে খোলসা করেছেন ফেসবুক ইন্ডিয়ার (Meta) ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট অজিত মোহন। তিনি জানান, শিল্পী, কমিউনিটি লিডার, ক্রিয়েটর , ছোট ব্যবসায়ী যেকেউ আসতে পারে মেটার এই বিল্ডিংয়ে। তাদের সবাইকে স্বাগত জানাবে কোম্পানি। মূলত, এক কোটি ছোট ব্যবসায়ীদের এই অফিস থেকে প্রশিক্ষণ দেবে মেটা। সঙ্গে আড়াই লাখ ক্রিয়েটরদের প্রশিক্ষণের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
কিছুদিন আগেই ফেসবুকের পেরেন্ট কোম্পানির নাম মেটা রাখেন Mark Zuckerberg । যদিও ফেসবুক কোম্পানির নাম মেটা (Meta)রাখায় আপত্তি তুলেছে আমেরিকার এক কোম্পানি।অভিযোগ, তাদের কোম্পানি কিনতে না পেরে নাম চুরি করা হয়েছে।যার বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছে 'মেটা কোম্পানি'।শিকাগোর এই 'মেটা কোম্পানি' জানিয়েছে, শীঘ্রই ফেসবুকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তারা। কোম্পানির অভিযোগ, নামের সঙ্গে সঙ্গে কোম্পানির লোকজনের জীবনধারণের ক্ষমতাও কেড়ে নেওয়া হচ্ছে। এক বিবৃতিতে এই টেক কোম্পানির প্রতিষ্ঠাতা Nate Skulic বলেন, '' আমাদের কোম্পানি কিনতে না পেরে মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে অবশ্য আমরা অবাক হয়নি। কারণ ফেসবুক যা বলে, তা তারা করে না।''