মুম্বই: আজই নতুন জীবনে পা দিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই তারকা। সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্জাবী রীতি অনুযায়ী সাত পাকে বেঁধেছেন অভিনেত্রী। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের পর্ব শেষ করে অবশেষে বিয়ে হল তাঁদের।
রাজস্থানের (Rajasthan) রাজকীয় সিক্স সেন্সেস ফোর্টে বসেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের (Vicky Katrina Wedding) আসর। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সব মিলিয়ে রাজকীয় আয়োজনও হয়েছিল দুই তারকার জমজমাট বিয়েতে। বলিউড ডিভা ক্যাটরিনাকে মেহেন্দি পরাতে এসেছিলেন তারকা মেহেন্দি শিল্পী বীণা নাগড়া। প্রস্তুত ছিল অর্গানিক মেহেন্দিও। সঙ্গীতে পারফর্ম করার কথা ছিল বলিউডের (Bollywood) তাবড় তারকাদের। আর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য ছিল বেশ কিছু শর্ত। যেমন তাঁরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন না, কোনও ছবি তুলতে পারবেন না এমনকি লোকেশনও শেয়ার করতে পারবেন না। পাশাপাশি অতিথিদের জন্য ছিল বিশেষ গোপন কোডের ব্যবস্থাও। যার মাধ্যমেই অতিথিরা প্রবেশ করতে পারেন। সমস্ত তথ্যই প্রকাশ ঘনিষ্ঠ সূত্রে।
আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: বলিউড তারকাদের সবথেকে পছন্দের জায়গাতেই কি মধুচন্দ্রিমা ভিকি-ক্যাটরিনার?
রাজকীয় বিয়ের আয়োজনের মধ্যে সঙ্গীতের সময় কেমন পোশাক নিজের জন্য বেছে নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)? জানা গিয়েছে, সঙ্গীত অনুষ্ঠানে গোলাপি রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন ক্যাটরিনা। যা ডিজাইন করেছেন ফাল্গুনি এবং শেন পিকক। অন্যদিকে সঙ্গীতে ভিকি কৌশল সেজেছিলেন কনের সঙ্গে মানানসই শেরওয়ানিতে।
জানা গিয়েছে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সঙ্গীত অনুষ্ঠানে বেজেছে পঞ্জাবী গান। এর সঙ্গে ছিল হালফিলের হিট গান 'বিজলি বিজলি' (Bijli Bijli)। সূত্রের খবর, ভিকি-ক্যাটরিনার বিয়ের কোনও ছবি যাতে কোনওভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তার জন্য ইন্টারনেট জ্যামারেরও বন্দোবস্ত ছিল।