Indian Railways: হিরো হতে গিয়ে জিরো হতে পারে পকেট। মেট্রো রেলে (Metro Railway Rules) এই কাজ করলে বাহবা নয়, জুটবে জরিমানা। এমনকী চার বছরের জেল হতে পারে আপনার।
কী কাজ করলে জেল-জরিমানা
প্রতিদিন লক্ষ লক্ষ লোক দিল্লি মেট্রোতে যাতায়াত করে। দিল্লি-এনসিআর-এর জন্য দিল্লি মেট্রো কোনও লাইফলাইন থেকে কম নয়। কিন্তু এমন ঘটনা প্রতিদিনই ঘটছে, যেখানে দিল্লি মেট্রোতে যাতায়াত করতে কিছু লোক ভয় পাচ্ছেন। চলতি বছরের শুরুতে দিল্লি মেট্রো থেকে একটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে গেটে শাড়ি আটকে এক মহিলার মৃত্যু হয়েছে। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে মেট্রোকে ঘিরে।
কী নির্দেশিকা জারি করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ
নিরাপত্তার কারণে দিল্লি মেট্রো যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। যেন তারা যেন মেট্রো গেট বন্ধ না করে সেই কথা বলা হয়েছে নির্দেসিকায়। মেট্রো কর্তৃপক্ষের মতে, এই কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। এই কাজ করলে তা মেট্রো নিয়মের পরিপন্থী বল ধরা হবে। আপনি যদি বীরত্ব দেখিয়ে কাউকে মেট্রোতে প্রবেশ করিয়ে পা দিয়ে মেট্রো গেট আটকে দেন, তাহলে এর জন্য আপনাকে মোটা জরিমানা দিতে হতে পারে।
কী শাস্তি হতে পারে
অনেক যাত্রী যখন দেখেন একজন যাত্রী মেট্রোতে ঢুকছে এবং তার আসার আগেই গেট বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা হিরো হয়ে গেট বন্ধ করে দেয়। এটি করা কেবল তাদের জন্যই নয়, অন্যদের জন্যও বিপজ্জনক। এটা DMRC-এর নিয়মেরও পরিপন্থী। দিল্লি রেল মেট্রো কর্পোরেশন অর্থাৎ DMRC-এর নিয়ম অনুযায়ী, মেট্রো গেট বন্ধ করা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে।
ডিএমআরসি নিয়ম অনুযায়ী, কেউ যদি দিল্লি মেট্রোর গেট পা দিয়ে বন্ধ করে দেয়, তবে তা ডিএমআরসি-এর মেট্রো রেলওয়ে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট 2002-এর ধারা 67-এর অধীনে অপরাধ বলে বিবেচিত হয়। এর জন্য একজনকে 4 বছরের জেল হতে পারে। পাশাপাশি 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে আপনাকে। এর সঙ্গে উভয় শাস্তিই দেওয়া হতে পারে।
রিল বানাতেও মানুষ নিয়ম ভাঙছে
আমরা যদি গত কয়েক বছরের দিকে তাকাই, সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করা লোকেরা দিল্লি মেট্রোর পরিবেশ নষ্ট করেছে। এই কারণে যাত্রীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এর মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মেট্রোর গেট আটকে দিচ্ছেন। সাম্প্রতিক অতীতে ডিএমআরসি-র সামনে এমন অনেক মামলা এসেছে। নিয়ম অনুসারে, দিল্লি মেট্রো রেলওয়ে আইন, 2002-এর ধারা 67-এর অধীনে এই সমস্ত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
Aadhaar Card Update: আধার কার্ডে ছবি বদলাতে পারবেন ! কী পরিবর্তন করতে পারবেন না জানেন ?