কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জয়া বচ্চন (Jaya Bacchan)-এর মা ইন্দিরা ভাদুড়ি। শিরদাঁড়ায় আঘাত নিয়ে তিনি ভর্তি রয়েছেন ভোপালের একটি হাসপাতালে। অভিনেত্রীর মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি সেখানো পৌঁছন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। সঙ্গে গিয়েছেন জয়া বচ্চনও। তাঁর মায়ের বয়স হয়েছে ৯৪ বছর। তবে সদ্য খবর ছড়িয়ে পড়েছিল, জয়া বচ্চনের মা ইন্দিরাদেবী প্রয়াত হয়েছেন। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সেই খবর মিথ্যা। হাসপাতালে ভর্তি হয়েছেন ইন্দিরাদেবী। তবে কঠিন সময়ে এই ধরণের কোনও ভুয়ো খবর ছড়াতে নিষেধ করা হয়েছে পরিবারের তরফে।
কেমন আছেন ইন্দিরা ভাদুড়ি? জয়া বচ্চনের মা-কে যিনি দেখাশোনা করছেন, তিনি জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। তাঁর শিরদাঁড়ায় একটা ছোটখাটো চিড় ধরেছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি কথা বলছেন এবং স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছেন। তবে এখনও পর্যন্ত ইন্দিরাদেবীর সঙ্গে জয়া বচ্চন বা অভিষেক বচ্চনকে দেখা করতে দেওয়া হয়েছে কি না তা জানেন না ওই নার্স। তবে তিনি জানান, পরিবার আসবে, সেটাই তো স্বাভাবিক। এর থেকে বেশি কোনও কথা বলতে চাননি ও নার্স।
প্রসঙ্গত, ভোপালের শ্যামলা হিলসের অংশল অ্যাপার্টমেন্টে একাই থাকছিলেন জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি। জীবনের শেষ পর্যন্ত তাঁর সঙ্গেই থেকে এসেছেন স্বামী তরুণ ভাদুড়ি। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি করতেন তিনি। ১৯৯৬ সালে প্রয়াত হন তরুণ ভাদুড়ি। সূত্রের খবর, মঙ্গলবার শেষ রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইন্দিরা ভাদুড়িকে। অভিষেক বচ্চনই প্রথম ছিলেন যিনি ঠাকুমার অসুস্থতার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তাঁর বাড়ি। শোনা যাচ্ছে চার্টার্ড ফ্ল্যাইটে অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের বাকিরা ভোপাল পৌঁছেছেন। অভিষেক ও শ্বেতা দুজনেই তাঁদের ঠাকুমা ইন্দিরা ভাদুড়ির ভীষণ ভালবাসার। সেই কারণেই তাঁরা ছুটে গিয়েছেন ঠাকুমার কাছে।
জয়া বচ্চনের পরিবার মধ্যপ্রদেশের বাসিন্দা। সেখানেই জন্ম জয়া বচ্চনের। জয়া বচ্চনের দুই বোনও রয়েছেন। রীতা ও নীতা। অভিনেতা রাজীব বর্মার সঙ্গে বিবাহ হয় রীতার। জয়া বচ্চন অনেক অল্প বয়স থেকেই সিনেমা জগতের সঙ্গে যুক্ত। মাত্র ১৫ বছর বয়সে প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
আরও পড়ুন: Bohurupi Film: ঋতাভরী নাকি কৌশানী, 'বহুরূপী'-র নায়িকা হিসেবে কাকে এগিয়ে রাখছেন পরিচালক নন্দিতা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।