নয়াদিল্লি: প্রয়াত মুথুট ফিন্যান্সের চেয়ারম্যান মাথাই জর্জ জর্জ মুথুট। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল দিল্লির বাড়িতে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে বর্তমান। তাঁর প্রয়াণে শিল্পজগতে শোকের ছায়া।
ব্যবসায়ী পরিবারের সন্তান মুথুট নিজের পেশায় সাফল্য পান। তিনি বণিকসভা ফিকি-র জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য এবং ফিকি-র কেরল শাখার চেয়ারম্যান ছিলেন।
১৯৪৯ সালের ২ নভেম্বর কেরলের কোঝেনচেরিতে জন্ম হয় মুথুটের। তাঁর বাবা এম জর্জ মুথুট এবং ঠাকুর্দা মুথুট নিনান মাথাই। ঠাকুর্দাই মুথুট গ্রুপে প্রতিষ্ঠাতা। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করার পর তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন। শুরুতে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকলেও, ১৯৭৯ সালে তিনি ম্যানেজিং ডিরেক্টর হন এবং ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে গ্রুপ চেয়ারম্যান হন।
এরই মধ্যে আশির দশকের শুরুতে পরিবারে ভাঙন ধরে। পরিবারের লোকজনের মধ্যে ব্যবসা ভাগ হয়ে যায়। তবে মুথুট নিজের ব্যবসার হাল ধরে থাকেন। তাঁর সংস্থা স্বর্ণঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যতম প্রধান গোষ্ঠী হয়ে ওঠে। এছাড়া পরিকাঠামো, রিয়েল এস্টেট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিনিয়োগ করেন। ২০১১ সালে তিনি একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে এশিয়ার প্রথম ৫০ জন ধনী ব্যক্তির মধ্যে ছিলেন। ২০১৯ সালে তিনি এশিয়ার ৪৪-তম ধনী ব্যক্তি হন।
প্রয়াত এই শিল্পপতি যখন মুথুট ফিন্যান্সের দায়িত্ব নেন, তখন সংস্থার ৩১টি শাখা ছিল। তবে এখন এই সংস্থার ৫,৫৫০টিরও বেশি শাখা। শুধু দেশেই না, দেশের বাইরেও এই সংস্থার শাখা আছে।