MG Motor ZS EV: ইলেকট্রিক গাড়ি নিয়ে বড় ঘোষণা। ১০-১৫ লাখ টাকার মধ্যে পেতে পারেন প্রিমিয়াম EV। আগামী অর্থবর্ষেই এই গাড়ি লঞ্চ করবে মরিস গ্যারাজেস (MG Motor)। শোনা যাচ্ছে , তাদের  ZS EV নিয়ে আসছে MG Motor।


MG Motor ZS EV: কীভাবে এত কম দামে গাড়ি ?
কার ব্লগারদের মতে, উপমহাদেশের মার্কেট ধরতে কম দামে মধ্যবিত্তের জন্য এই গাড়ি আনতে চলেছে MG Motor। মনে করা হচ্ছে, প্রতিযোগী কোম্পানিগুলির সঙ্গে লড়াইয়ে গাড়ির দাম ১০-১৫ লাখ টাকার মধ্যে রাখা হবে। প্রোডাকশন কস্ট কমাতে ভারতেই তৈরি হতে পারে এই গাড়ি। 


মূলত, এর ব্যাটারি ও আনুষাঙ্গিক যন্ত্রাংশের দাম সাধারণ গাড়ির থেকে অনেক বেশি। সেই কারণে ইলেকট্রিক গাড়ির দাম এমনিতেই বেশি হয়। অন্যান্য কোম্পানির মতো এখন 'লুক ইস্ট' পলিসিতে বিশ্বাস করছে MG Motor। যার ফলস্বরূপ এত কম দামে পাওয়া যেতে পারে MG Motor ZS EV। 


MG Motor ZS EV: গাড়ি নিয়ে কী প্রত্যাশা ?
ভারতের বাজারে ইতিমধ্যেই Tata Nexon EV-র সাক্ষী থেকেছে দেশবাসী। সেই কারণে MG Motor ZS EV আরও প্রত্যাশা বেড়েছে ক্রেতাদের। শোনা যাচ্ছে, প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে গাড়ির মাইলেজ রেঞ্জ অন্যান্যদের থেকে বেশি রাখার চেষ্টা করবে কোম্পানি। সঙ্গে গাড়িতে দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা আনা হবে। বাড়ির পাশাপাশি অফিসেও যাতে গাড়ি চার্জ করা যায়, সেদিকেও লক্ষ্য রাখছে কোম্পানি। এখানেই শেষ নয়, ডিজাইনেও থাকবে অভিনবত্ব। ক্রসওভার বা এসইউভি ক্যাটিগরিতেই এই গাড়ি আনবে MG Motor। আপাতত সেডান বা হ্যাচব্যাকের দিকে যাবে না কোম্পানি। 


MG Motor ZS EV: দেশে জ্বালানির খরচ বেড়ে যাওয়ার ফলে নিত্যদিন বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই ক্ষেত্রে MG Motor-এর মতো কোম্পানি মাস ইভি আনলে উপকৃত হবে ক্রেতারা। কারণ এতে প্রিমিয়াম কারের পাশাপাশি ভাল রেঞ্জ প্রত্যাশা করবে তাঁরা। ইতিমধ্যেই বিদেশে লঞ্চ হয়েছে MG Motor ZS EV। তবে সস্তা ইভি-র তকমা দেওয়া যায় না এই গাড়িকে। কার সাইটগুলির ধারণা, ভারতে এই ধরনের আরও কোনও সাশ্রয়ী গাড়ি আনবে MG Motor।  


আরও পড়ুন : Top Fuel-Efficient Cars 2021: দুর্দান্ত লুকের সঙ্গে সেরা মাইলেজ, ২০২১-এ লঞ্চ হয়েছে এই গাড়িগুলি


আরও পড়ুন : Kia Carens RV revealed: দুর্দান্ত লুকে নতুন গাড়ি, ভারতে ক্যারেন্স আনল কিয়া