Layoffs in Microsoft: সংসার বাঁধার আগেই ঘটে গেল অঘটন। মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ে চাকরি গেল হবু বরের। শেষমেশ প্রিয়পাত্রকে বিয়ে করবেন কিনা তা নিয়েই সংশয়ে পড়লেন কনে। শেষে পরামর্শ নিতে দ্বারস্থ হলেন সোশ্যাল মিডিয়ার। কী উত্তর এল জানেন ?


Microsoft Layoffs: বিশ্বেজুড়ে চলছে চাকরি ছাঁটাই
সম্প্রতি আর্থিক মন্দার আবহ গতি পেতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই ছাঁটাই ব্রিগেডে নাম লিখিয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ছাড়াও  বিশ্বের তাবড় কোম্পানিগুলি। কিছুদিন আগেই ১২,০০০ কর্মীর চাকরি গিয়েছে মাইক্রোসফটে। কোম্পানির এই সিদ্ধান্ত বদলে দিয়েছে কর্মী ছাড়াও তাদের  হবু পরিবারের ভবিষ্যৎ। এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


Layoffs in Microsoft: সোশ্যাল মিডিয়ায় মহিলার প্রশ্ন
হবু বরের মাইক্রোফট থেকে চাকরি যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন করেছেন এক মহিলা। blind.com-এ রয়েছে সেই পোস্ট। যেখানে ওই মহিলা বলেছেন,চলতি মাসেই মাইক্রোসফটের ওই কর্মীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। দুই পরিবারের সম্মতি নিয়েই হওয়ার কথা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ।  যদিও ছেলের চাকরি যাওয়ায় সবকিছু ভেস্তে গিয়েছে। এখন কি বিয়ে করা উচিত ?


Microsoft Layoffs: হবু বরের বেতন কত জানেন ?
কন্য়ে জানিয়েছে, ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে করার কথা ছিল। পরিবারও তার বাগদত্তার চাকরি সম্পর্কে সব জানত। এই অবস্থায় বয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি । এখন অন্য কোনও পথ খুঁজবেন নাকি তাও বুঝতে পারছেন না। ওই কনে জানিয়েছেন, মাইক্রোসফটে তাঁর হবু বরের বেতন ছিল ২.৫০ লক্ষ টাকা। 


Layoffs in Microsoft: কী উত্তর পেলেন কন্যে ?
সোশ্যাল মিডিয়ায় মহিলার এই ধরনের প্রশ্ন শুনে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন লিখেছেন, আপনি ভবিষ্যতে আরও ভাল স্বামী পাবেন। কেউ বলেছেন,এই সময় বিয়ে করলে সুখী হবেন না তিনি। যদিও কেউ কেউ অ্য়ারেঞ্জ ম্যারেজকে ব্যবসায়িক লেনদেন হিসেবেই বর্ণনা করেছেন। সম্প্রতি ট্যুইটারে এই পোস্ট সামনে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই মহিলা। যদিও সামাজিক মাধ্যমে এখনও বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করে চলেছেন কন্যে। 


তবে মন্দার আবহে বিশ্ববাজারে চাকরি খোয়ানোর ঘটনা নতুন নয়। বড় কোম্পানিগুলিতে আগেও এই ধরনের ঘটনা হয়েছে। যদিও নিজের বিয়ের সিদ্ধান্ত জনতার হাতে তুলে দেননি কেউ। 


Ex-Showroom Price: গাড়ির এক্স শোরুম প্রাইসের সঙ্গে অন রোড মূল্যের পার্থক্য কী, কত বেশি পড়ে দাম ?