কলকাতা : জয়েন্ট এন্ট্রান্স মেইন'স (জানুয়ারি) ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে ২০ জন প্রথম। ১০০-য় ১০০ পেলেন ২০ জন পরীক্ষার্থী, ঘোষণা করল এনটিএ। প্রথম স্থান অধিকারীদের তালিকায় আছেন লেক গার্ডেন্সের সোহম দাস। সোহম ডিপিএস, রুবি পার্কের ছাত্র। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। বাংলা, ইংরাজি, হিন্দি, গুজরাতি সহ ১৩টি ভাষায় পরীক্ষাগ্রহণ করা হয়।


কীভাবে জেইই মেইন-এর ফলাফল চেক করবেন ?



  • প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান।

  • JEE Mins session 1 রেজাল্ট লিঙ্ক খুলুন।

  • যে লগইন ডিটেলস চাওয়া হচ্ছে, তা দিন

  • এরপর তা সাবমিট করে নিজের রেজাল্ট দেখুন।


তবে, কোনও ছাত্রীই ১০০ শতাংশ নম্বর পাননি। যে ২০ জন পেপার ১-এর সেশন ১-এ ১০০ এনটিএ স্কোর করেছেন, তাঁরা সকলেই ছাত্র। 


এপ্রিলে অনুষ্ঠিত হবে জেইই মেইন সেশন ২। যার রেজিস্ট্রেশন হবে jeemain.nta.nic.in-এ । জেইই মেইন-এর দ্বিতীয় সেশন শেষ হলে আইআইটি জেইই অ্যাডভান্সড অনুষ্ঠিত হবে জুন মাসে। রেজিস্ট্রেশন হবে এপ্রিল-মে মাসে।


গত ডিসেম্বরে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা পিছনোর দাবি তুলেছিলেন পরীক্ষার্থীরা। JEE Main ২০২৩- এর সেশন ১- এর পরীক্ষা পিছনোর দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হন পরীক্ষার্থীদের একাংশ। জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা জানা যায়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) JEE Main ২০২৩- এর সেশন ১- এর পরীক্ষার জন্য ডেটা শিট রিলিজ করে। সেখানে বলা হয়, ২৪ জানুয়ারি এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এই বোর্ড পরীক্ষা মাত্র ১৫ দিন আগে নির্ধারিত হয়। আর সেই কারণেই তা পিছনোর দাবি তোলেন পরীক্ষার্থীদের একাংশ। দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কথা ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আর প্র্যাকটিকাল পরীক্ষার দিন ঠিক হয় জানুয়ারি মাসে। দুটো পরীক্ষার মধ্যে খুবই কম ব্যবধান থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছনোর দাবি তোলেন। postponeJEEMains- এই হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে ওঠে। যেসব পড়ুয়া সিবিএসই (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষা এবং JEE Main 2023 সেশন ওয়ানের জন্য প্রস্তুতি নেন, তাঁদের অনেকেই নিজেদের দাবি সোশ্যাল মিডিয়ায় পেশ করে শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)- কে ট্যাগও করেন। 


আরও পড়ুন ; জয়েন্ট এন্ট্রান্স মেইন'স ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে প্রথম স্থান লেক গার্ডেন্সের সোহম দাস


Education Loan Information:

Calculate Education Loan EMI