কলকাতা: রাত পোহালেই ২০২৪ সালের বাজেট। অন্তর্বর্তী বাজেট হলেও কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ। এর মধ্যেই ‘আত্মনির্ভর’ হতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মোদী সরকার। মোবাইল উৎপাদনের সরঞ্জামের উপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দিল কেন্দ্র। এর আগে মোবাইল উৎপাদনের  সরঞ্জাম বাইরে থেকে আমদানি করতে ১৫ শতাংশ শুল্ক দিতে হত। এবার তা কমিয়ে ১০ শতাংশ করা হল।


কী সুবিধা হবে এতে ?


ফোন তৈরির বিভিন্ন সরঞ্জাম যেমন ব্যাটারি, সিম সকেট, লেন্স, ব্যাটারি কভারের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হত। এবার থেকে এই দ্রব্যগুলি বাইরে থেকে আমদানি করতে ১০ শতাংশ শুল্ক দিলেই চলবে। এর ফলে ফোনের বাজারমূল্য ৩ থেকে ৪ শতাংশ কমতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।


সংস্থা ও গ্রাহক, দুই পক্ষের লাভ !


কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রবীণ বিশ্লেষক প্রাচীর সিংহ এবিপি লাইভকে জানান, এর ফলে মূল উৎপাদনকারীদের অনেকটাই সুবিধা হবে। কারণ প্রাথমিকভাবে উৎপাদন খরচ ৫ শতাংশ কমে যাচ্ছে প্রতিটি জিনিসে। এর প্রভাব ফোনের দামেও পড়তে পারে। গ্রাহকদের জন্য আরও সহজ হবে ফোন কেনা। প্রাচীর সিংহের কথায় এন্ট্রি ও বাজেট সেগমেন্টের সময় এই ক্ষেত্র অনেকটাই মার খেয়েছিল। দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় মোবাইল ফোনের। গত এক বছর ধরে এর জের সহ্য করতে হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রকে। আমদানি শুল্ক ৫ শতাংশ ছেঁটে দেওয়ায় কিছুটা লাভের মুখ দেখতে পাবে উৎপাদনকারী সংস্থাগুলি।


৩০ জানুয়ারিতেই বিজ্ঞপ্তি


প্রসঙ্গত, ৩০ জানুয়ারি অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই আমদানি শুল্ক কমানোর কথা জানানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই এর মূল উদ্দেশ্য। এর পিছনে আত্মনির্ভর ভারতের প্রচেষ্টাও কিছুটা রয়েছে বলেও মনে করা হচ্ছে।


কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্য


টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই সংক্রান্ত একটি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি বলেন, মোবাইল ফোন তৈরির গোটা ব্যবস্থাকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ নেওয়া হল। এই ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও গতি আসবে। পাশাপাশি শুল্ক সংক্রান্ত সমস্যাও কমবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান। অন্যদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এর মাধ্যমে দেশের রপ্তানির দিকটাও আরও মজবুত হবে। যা আমদানি শুল্ক কমানোর আরেকটি বড় উদ্দেশ্য।


আরও পড়ুন - Real Estate Budget 2024: পরিবেশ বান্ধব নির্মাণে কি জোর দেবে কেন্দ্র ? ২০২৪-এ রিয়েল এস্টেট বাজেট কেমন ?