Inflation: বেশ কিছুটা সময় পর মানুষ মুদ্রাস্ফীতি থেকে খানিক রেহাই পেয়েছে বলা চলে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। সামনেই লোকসভা ভোট (Loksabha Election 2024), আর তাঁর পরেই নাকি ফের দাম বাড়বে। বলা ভাল ভোটের পরেই নাকি খরচ বাড়তে চলেছে মোবাইল ফোনের (Tariff Plan)। এমনটাই জানিয়েছে দেশের টেলিকম অপারেটর সংস্থাগুলি। ফলে আবারও ধাক্কা খাবেন সাধারণ মানুষ।


কী জানিয়েছে টেলিকম সংস্থাগুলি


এই প্রতিবেদনে সম্প্রতি জানা গিয়েছে যে, জিও এবং এয়ারটেলের মত টেলিকম অপারেটর সংস্থাগুলি তাঁদের ফোনের ট্যারিফ রেট বাড়াতে পারে লোকসভা ভোটের পরে। লোকসভা ভোটের পরে সারা দেশজুড়ে যে কোনও সময় এই খরচ (Tariff Plan) বাড়াতে পারে টেলিকম অপারেটর সংস্থাগুলি। আর এটা ঘটলে তা সাধারণ মানুষের পক্ষে সমস্যারই হবে, জুনের পর থেকে পকেটে টান পড়তে পারে মানুষের।


কত খরচ বাড়তে পারে


অ্যান্টিক স্টক ব্রোকিং সংস্থার বিশ্লেষণী এক প্রতিবেদন প্রকাশ পেয়েছে সংবাদ সংস্থা পিটিআইতে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে জিও এয়ারটেলের মত বড় বড় টেলিকম অপারেটর (Tariff Plan) সংস্থাগুলি লোকসভা ভোটের (Loksabha Election 2024) পরেই এই দাম বাড়াতে পারে। ধারণ করা হচ্ছে যে, ১৫-১৭ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে ফোনের ট্যারিফ প্ল্যানের। তবে এখনও পর্যন্ত মোবাইল অপারেটর সংস্থাগুলি কিছু স্পষ্টভাবে জানায়নি। মুদ্রাস্ফীতির কথা বলতে গেলে, মার্চ মাস পর্যন্ত স্বস্তিতেই ছিলেন মানুষ। মার্চ মাসে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার ৫ শতাংশ কমে গিয়েছে বলেই জানা গিয়েছে।


জুন পর্যন্ত চলবে ভোট


এই মাসেই ১৯ এপ্রিল শুরু হবে সাত দফার লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট এবং জুনের প্রথম সপ্তাহে (১ জুন) হবে শেষ দফার ভোট। ৪ জুন ঘোষণা হবে এই নির্বাচনের ফলাফল


এয়ারটেলে সুবিধে বাড়বে মানুষের


অ্যান্টিক স্টক ব্রোকিং সংস্থা জানিয়েছে যে, এই দাম বাড়ানোর ফলে লাভবান হবে টেলিকম অপারেটর সংস্থাগুলি। এয়ারটেলের প্রতি ইউজার পিছু এখন রেভিনিউ আসে ২০৮ টাকা, সেখানে ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যেই এই রেভিনিউ বাড়িয়ে করা হবে ২৮৬ টাকা পর্যন্ত। টেলিকম ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় সংস্থা জিওর মার্কেট শেয়ারও এর মধ্যেই ২১.৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৯.৭ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Petrol Price: কলকাতার থেকেও দাম কমল এইসব জেলায়, দেশের আর কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল ?