সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোটের আগে অর্জুন-গড়ে তৃণমূলে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। দলবদলু নেতার স্ত্রী ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে।
উত্তর ২৪ পরগনা জেলার পরিবহণ দফতরের RTA বোর্ডের সদস্য ছিলেন প্রিয়াঙ্গু। অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। গত মাসেই তাঁকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টির জল্পনা প্রবল হচ্ছিল। বৃহস্পতিবার অর্জুনের হাত ধরেই তিনি বিজেপিতে নাম লেখান। আর এতে ব্যারাকপুরে বিজেপির হাত আরও শক্ত হল বলেই মনে করছেন অর্জুন সিংহ। তাঁর প্রতিক্রিয়া, ব্যারাকপুরে তৃণমূলে কেউ থাকবে না ! এদিন X হ্যান্ডেলে অর্জুন সিংহ লেখেন, 'আজ নৈহাটির বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় সিং ভবনে তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দিলেন প্রিয়াঙ্গু পান্ডে। তাছাড়া আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের অনেক সংখ্যালঘু বাম কর্মীও এদিন আমাদের দলে যোগ দিলেন। যোগদান পর্বে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি।'
অন্যদিকে প্রিয়াঙ্গুর এই দল বদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না ঘাসফুল শিবির। তাদের অভিযোগ, অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রিয়াঙ্গু। এর ফলে দলের কোনও ক্ষতি হবে না বলেই মনে করছেন ব্যরাকপুরের তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
এবার প্রশ্ন, কী করবেন প্রিয়াঙ্গুর স্ত্রী তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে? প্রিয়াঙ্গু জানিয়েছেন, তাঁর স্ত্রীও বিজেপি তে যোগদান করবেন । তিনি অসুস্থ বলে সেদিনই যোগদান করতে পারেননি।
২০১৯-এর লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে, যে অর্জুন সিং বিজেপিতে চলে গেছিলেন, বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন, মাঝে তৃণমূলে চলে গেলেও, আরেক লোকসভা ভোটের মুখে, এদিন ফের পদ্মেই ঘরওয়াপসি হল ব্যারাকপুরের সাংসদের।
এবার ব্য়ারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই হতে চলেছে বিজেপির অর্জুন সিংহের। নতুন দলে যোগ দিয়ে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিদিনই তৃণমূলকে আক্রমণ করছেন অর্জুন ।
আরও পড়ুন:
যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে