Stock Market Update:  মোদি সরকারের (Modi 3.0) অর্থনীতিতেই (Indian Economy) ভরসা রাখছে আন্তর্জাতিক সংস্থা। আগামী ১২ মাসের মধ্য়েই ভারতের সেনসেক্স (Sensex) ছোঁবে ৮২ হাজার পয়েন্ট। অন্তত সেই কথাই বলছে গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'স (Moody's) ।


কী বলছে গ্লোবাল রেটিং এজেন্সি
নতুন করে তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠনের পর থেকে ভারতীয় স্টক মার্কেটগুলি একটি শক্তিশালী গতি দেখেছে, যা গত সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়েছে৷ শীর্ষ রেটিং এজেন্সিগুলির মতে, আগামী 12 মাসে সূচকগুলি নতুন উচ্চতায় পৌঁছবে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ ভারতীয় ফ্রন্টলাইন সূচক সেনসেক্স ও নিফটি যথাক্রমে 77,145 এবং 23,490-এর নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছেছে, কারণ মুদ্রাস্ফীতি কমতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ভারতের শেয়ার বাজার খুচরো বিনিয়োগকারীদের জন্য একটি প্রিয় বিনিয়োগর গন্তব্যে হিসাবে উঠে এসেছে।


এক বছরে কত শতাংশ বাড়বে বাজার
গ্লোবাল রেটিং এজেন্সি মুডি'সের মত অনুসারে, আগামী 12 মাসের মধ্যে বিএসই সেনসেক্সের লক্ষ্য 82,000-তে পৌঁছবে, যা 14 শতাংশ উর্ধ্বমুখী গতি নিতে পারে। মুডি'সের লাস্ট রিপোর্ট বলেছে, এনডিএ সরকার ফের ক্ষমতায় আসায় পুরনো বাজারের বৃদ্ধির গতি বজায় রাখবে। যা আগামী পাঁচ বছরে ইক্যুইটি মার্কেটকে প্রভাবিত করবে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা বলছে, সরকার সম্ভবত ম্যাক্রো স্থিতিশীলতার অর্থাৎ মুদ্রাস্ফীতির অস্থিরতার ওপর ফোকাস চালিয়ে যেতে পারে। সেই কারণেই এই আশা করছে মুডিস।


ভারতের অর্থনীতির এখন কী অবস্থা
মোদি 3.0 ক্ষমতায় আসার সাথে সাথে আগামী পাঁচ বছরে ইতিবাচক কাঠামোগত পরিবর্তন হয়েছে দেশে। ভারত এখন হংকং থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারের তকমা পুনরুদ্ধার করেছে। দেশের বাজার মূলধন 10 শতাংশ বেড়ে 5.2 ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তুলনায়, হংকং এর ইক্যুইটি মার্কেট ক্যাপ $5.17 ট্রিলিয়ন, এই বছরের সর্বোচ্চ $5.47 ট্রিলিয়ন থেকে 5.4 শতাংশ কমেছে৷ বর্তমানে, ভারত চিনের পরে দ্বিতীয় বৃহত্তম উদীয়মান বাজার।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


Gold Silver Price: স্বস্তি বাড়ল সোনার দামে? কলকাতায় আজ কত মূল্যে কিনতে হবে?