কলকাতা: পুরীতে (Puri) ঘুরতে গিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সঙ্গী স্বামী। কিন্তু সমুদ্রে (Sea Beach) নেমে নাকি তলিয়েই যাচ্ছিলেন অভিনেত্রী? ভিডিও পোস্ট করে কী বললেন তিনি?
পুরীর সমুদ্রের ঢেউয়ে 'তলিয়ে' যাচ্ছিলেন অপরাজিতা? কী বললেন অভিনেত্রী?
পুরীর সমুদ্রে একান্তে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। হাতে হাত রেখে, হেঁটে চলেছেন সমুদ্রের দিকে। উপভোগ করছেন একান্ত সময়। নেপথ্যে বাজছে সুন্দর গান।
তবে তার মাঝেই বালির ওপর বসে অভিনেত্রীকে বলতে শোনা গেল, 'পুরীর সমুদ্রের ব্যাপারই আলাদা। কিন্তু আমি প্রায় ঢেউয়ে চলে যাচ্ছিলাম। কোনও রকমে হাঁচড়পাঁচড় করে উঠেছি। হাঁটু কেটে গেছে। কিন্তু তবুও খুব মজা লাগছে।' বালির ওপর দাগ কেটে আঁকলেন হৃদয়। সমুদ্রের ঢেউয়ে ভেজালেন শরীর। এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'শুনা রাহা হ্যায় সমা, সুনি সুনি সি দাস্তাঁ...'। তবে অবশ্যই চিন্তার কোনও কারণ নেই। বলাই বাহুল্য চুটিয়ে পুরী উপভোগ করছেন তিনি।
বক্স অফিসে সফল 'এটা আমাদের গল্প'
সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিন্হা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। সেখানে মুখ্য চরিত্রে ছিলেন অপরাজিতা। জুটি বেঁধেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।
এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, সেই গল্পটাই বলে 'এটা আমাদের গল্প' ছবিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।