নয়াদিল্লি: আগামী অর্থবর্ষেই ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) বেসরকারিকরণের কথা উঠে এশেছে কেন্দ্রীয় বাজেটে। এ বার ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড (Industrial Development Bank of India Limited/IDBI Bank)-এ থাকা নিজেদের অংশীদারিত্বও বিক্রি করে দেওয়ায় উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সংবাদমাধ্যমে সে কথা জানালেন বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন (Department of Investment and Public Asset Management/DIPAM) বিভাগের সচিব তুহিনকান্ত পান্ডে।
সংবাদমাধ্যমে তুহিন জানিয়েছেন, প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আইডিবিআই বিক্রির জন্য মার্চের শেষে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI)আনা হবে। তবে ব্যাঙ্ক বিক্রি করা হলেও, নিজেদের অংশীদারিত্ব সম্পূর্ণ ভাবে হাতছাড়া না করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট-এর মাধ্যমে দরপত্র হাঁকে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যে বা যিনি সব থেকে বেশি দাম হাঁকেন, তাঁকেই বেছে নেওয়া হয় ক্রেতা হিসেবে।
বর্তমানে আইডিবিআই ব্যাঙ্কের ম্যানেজমেন্টে এলআইসি-র শেয়ার রয়েছে ৪৯.২৪ শতাংশ। ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। নন প্রোমোটার পক্ষের শেয়ার রয়েছে ৫.২৯ শতাংশ। তুহিন বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সঙ্গে এ নিয়ে বিশদে আলোচনা হয়েছে। কোন প্রক্রিয়ায় বিষয়টি এগোবে, তা নিয়ে সিদ্ধান্তে আসা গিয়েছে। এর সঙ্গে লাইসেন্সের প্রশ্ন জড়িয়ে রয়েছে। তাই দরপত্র হাঁকার আগে কোনও অনিশ্চয়তা না থাকাই ভাল। এলআইসি এবং কেন্দ্র, দু’পক্ষের শেয়ারই একসঙ্গে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে সম্পূর্ণ অংশীদারিত্ব হয়ত হাতছাড়া করা হবে না।”
আরও পড়ুন: UP Polls 2022: হারের ভয়ে চাপে পড়েছেন 'বাবাজী', যোগীকে কটাক্ষ অখিলেশের
সাধারণ ঋণের বোঝা বইতে না পারা, অনুৎপাদক সম্পত্তির ভারে ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলিকে নিলামে তুলতে দরপত্র হাঁকা হয়। আইডিবিআই-এর মাধ্যমে এই প্রথম কেন্দ্রের তরফে সামনে থেকে এগিয়ে দরপত্র হাঁকা হচ্ছে।
রাজকোষের ঘাটতি মেটাতে এলআইসি-র অংশীদারিত্ব বিক্রির কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। বিলগ্নিকরণ থেকে ১ লক্ষ ৭৫ হাজার কোটি তোলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার পর থেকে কত দিনে বাজারে এলআইসি-র শেয়ার ছাড়া হবে (IPO) তা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে জানানো হয়, ২০২২-’অর্থবর্ষেই এলআইসি-র বেসরকারিণের লক্ষ্য রয়েছে।