Free LPG Cylinder: আগামী তিন বছরে ৭৫ লক্ষ গ্যাস কানেকশন দেবে মোদি সরকার (PM Ujjwala Yojana)। মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Gas Cylinder) মাধ্যমে দেওয়া হচ্ছে এই সুবিধা। 


সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি  উজ্জ্বলা 2.0 প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার মহিলাদের ৭৫ লক্ষ বিনামূল্যে এলপিজি কানেকশন দিতে চলেছে। আগামী তিন বছরের মধ্যে মহিলাদের এই গ্যাস সংযোগ দেওয়া হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি।


কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন,  উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যেই এই প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা। এর পাশাপাশি সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগও বিনামূল্যে দেওয়া হবে। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি।


Ujjwala Yojana: কী এই উজ্জ্বলা যোজনা ?
উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। 


PM Ujjwala Yojana: কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।


PMUY: কীভাবে করবেন আবেদন ? 
আপনিও যদি এই স্কিমে রেজিস্টার করতে চান, তাহলে প্রথমে আপনাকে উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য রেজিস্টার করতে হবে। এই সংযোগ পেতে বিপিএল কার্ডধারক পরিবারের যেকোনও মহিলা আবেদন করতে পারবেন। আপনি pmujjwalayojana.com এ স্কিম সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।


কীভাবে আবেদন করবেন
১ PMUjjwala স্কিমের সুবিধা নিতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmujjwalayojana.com-এ যেতে হবে।
২ pmujjwalayojana.com ওয়েবসাইটে ক্লিক করলে সামনে একটি হোম পেজ খুলবে। ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.
৩ এরপরেই আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম। ফর্মটি ডাউনলোড করুন।
৪ ফর্মে চাওয়া সব তথ্য পূরণ করুন এবং বাড়ির কাছের এলপিজি কেন্দ্রে জমা দিন।
৫ এর সঙ্গে সঙ্গে সব কাগজপত্রও দিন।
৬ এখন নথি যাচাই করার পরে সরকার আপনাকে এলপিজি গ্যাস সংযোগ সরবরাহ করবে।


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে ?
মোবাইল নম্বর
বয়সের শংসাপত্র
আধার কার্ড
রেশন কার্ডের ফটো কপি
বিপিএল কার্ড
বিপিএল তালিকায় নামের প্রিন্ট
পাসপোর্ট সাইজ ছবি
ব্যাঙ্কের ফটোকপি


কারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন ?
১ উজ্জ্বলা প্রকল্পে আবেদন করার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
২ মহিলাটি বিপিএল পরিবারের হতে হবে।
৩ মহিলার বিপিএল কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে।
৪ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে এলপিজি সংযোগ থাকা উচিত নয়।


Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা সাবধান! দুই সপ্তাহের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট