নয়াদিল্লি: ইনফোসিস ছাড়লেন মোহিত জোশী (Infosys)। সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। ইনফোসিসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি পড়ল তাঁর। জুন পর্যন্ত সংস্থায় থাকছেন তিনি (Mohit Joshi)। প্রাক্তন ইনফোসিস প্রেসিডেন্ট রবিকুমার সম্প্রতি কগনিজ্যান্টের CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরই পদত্যাগ করলেন মোহিত।


কী কারণে ইনফোসিস ছাড়লেন মোহিত, তা এখনও জানা যায়নি


ইনফোসিসে অর্থনৈতিক, স্বাস্থ্য পরিষেবা থেকে গবেষণা সংক্রান্ত বিভাগের দায়িত্বে ছিলেন মোহিত। শুধু তাই নয়, ইনফোসিসের  সফ্টওয়্যার ব্যবসাও সামলাতেন। সংস্থার অভ্যন্তরীণ প্রযুক্তি, অ্যাপ্লিকেশন্সেরও দায়িত্বে ছিলেন।  তাঁর পদত্যাগে সংস্থার ম্যানেজমেন্টে বিরাট শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কী কারণে ইনফোসিস ছাড়লেন মোহিত, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ইনফোসিসের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেক মহিন্দ্রায় যোগ দিতে পারেন মোহিত। 


২০০০ সাল থেকে ইনফোসিসে ছিলেন মোহিত। টেক মহিন্দ্রায় তাঁর যোগদান পাকা হয়ে গিয়েছে বলেই খবর। এমনকি স্টক এক্সচেঞ্জকে দুই সংস্থার তরফেই বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এখও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টেক মহিন্দ্রায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে যোগ দেবেন মোহিত।


আরও পড়ুন: SSC Case: চাকরিপ্রার্থীদের থেকে কত টাকা নিতেন শান্তনু, কত জনের চাকরি করিয়েছেন, খোলসা করল ইডি


বম্বে স্টক এক্সচেঞ্জে যে তথ্য দিয়েছে ইনফোসিস, তা হল, ১১ মার্চ থেকে ছুটিতে যাচ্ছেন মোহিত। ৯ জুন সংস্থায় শেষ দিন তাঁর। লিখিত বিবৃতিতে বলা হয়, 'ডিজিটাল পরিষেবা এবং পরামর্শদাতা সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দিচ্ছে ইনফোসিস। আজ সংস্থার তরফে মোহিত জোশী, সংস্থার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা করা হচ্ছে। ওঁর অবদানের জন্য বোর্ড কৃতজ্ঞ। আপনাদের রেকর্ডে রাখার জন্য বিষয়টি জানা হল'।


দিল্লি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেন মোহিত


২০১৪ সালে ওয়র্ল্ড ইকনমিক ফোরামের গ্লোবার ইয়ং লিডার প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন মোহিত। কনফেডারেশন অফ ব্রিটিস ইন্ডাস্ট্রির ইকনমিক গ্রোথের ভাইস চেয়ারপার্সনও তিনি। ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশনের সদস্যও। দিল্লি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেন মোহিত। 

ANZ গ্রিন্ডলেজ, ABN AMRO সংস্থায় ছিলেন আগে।  


২০০০ সালে সংস্থায় যোগ দেওয়ার পর একাধিক দায়িত্ব সামলেছেন মোহিত। ইউরোপে সংস্থার অর্থনৈতিক পরিষেবাকে নিয়ে গিয়েছিলেন। ২০০৭ সালে মেক্সিকো ইনফোসিসের দায়িত্বও পান। লাতিন আমেরিকায় ইনফোসিসের প্রথম ভর্তুকি সংস্থা স্থাপনের কৃতিত্ব তাঁর।