Fund Transfer to Abroad: বাজেটের পরই বদলে গিয়েছে দেশের কর ব্যবস্থা। এবার থেকে বিদেশে টাকা পাঠাতে গেলে দিতে হবে আরও কর। জেনে নিন, কত টাকা পাঠাতে কত কর দিতে হবে সরকারকে।


Tax on Money Transfer: ২০ শতাংশ লাগবে কর
আপনি যদি আপনার সন্তানের শিক্ষা, বিনিয়োগ ও বাড়ি কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে চান,তাহলে আগের থেকে আপনাকে আরও বেশি চার্জ দিতে হবে। নতুন বাজেট অনুসারে, কেউ যদি বিদেশে টাকা পাঠায়, তবে ব্যাঙ্ক নির্দিষ্ট বিভাগের অধীনে ২০ শতাংশ কর কেটে নেবে। এই নিয়ম ১ জুলাই 2023 থেকে কার্যকর হবে।


Money Transfer to Abroad: কেন্দ্রীয় বাজেট 2023 অনুসারে, 206C ধারার অধীনে নতুন সংশোধনীর বিধান করা হয়েছে। এর আওতায় এখন জনগণকে আরও কর দিতে হ তে পারে। বাজেটে বলা হয়েছে, "বিদেশে নির্দিষ্ট টাকা পাঠানো ও বিদেশি ট্যুর প্যাকেজ বিক্রির উপর TCS (উৎস থেকে কর ছাড়) বাড়ানোর জন্য আইনের ধারা 206C-র উপ-ধারা (1G) সংশোধনের প্রস্তাব করা হয়েছে।"


Tax on Money Transfer: শিক্ষা ও চিকিৎসার জন্য ৫ শতাংশ কর
আপনি যদি শিক্ষা ঋণ নিয়ে বিদেশে টাকা পাঠান, তাহলে আপনাকে ৭ লাখ টাকা পর্যন্ত অর্থে ০.৫% ট্যাক্স দিতে হবে। আপনি যদি ঋণের পরিমাণ না পাঠান, তাহলে আপনাকে ৭ লাখ টাকার উপর ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। অন্যদিকে, আপনি যদি চিকিৎসার জন্য ৭ লাখ টাকা পাঠান, তাহলেও আপনাকে ৫% ট্যাক্স দিতে হবে। বাজেটে এ দুই ক্যাটাগরিতে কোনও পরিবর্তন করা হয়নি।


Fund Transfer to Abroad: কাদের ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে ?
এখন যেকোনও ট্যুর প্যাকেজের জন্য ৫ শতাংশ ট্যাক্স দিতে হয় দেশবাসীকে। বাজেটে প্রস্তাব করা হয়েছে, ট্যুর প্যাকেজের আগামী দিনে কোনও সীমা ছাড়াই ২০ শতাংশ ট্যাক্স নেওয়া হবে। এটি ১ জুলাই ২০২৩ থেকে প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে ৭ লক্ষ টাকা পর্যন্ত সীমার জন্য ২০ শতাংশ ট্যাক্স চার্জ করা হবে।


Money Transfer to Abroad: বিদেশে টাকা পাঠাতে কত সময় লাগে ?
আপনি যদি বিদেশে টাকা পাঠান, তবে আপনাকে অনেক প্রক্রিয়া, জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মনে রাখবেন, বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে দূরত্ব একটা বড় বিষয়। ভারত থেকে বিদেশে টাকা পাঠাতে ২৪ ঘণ্টা থেকে এক মাস সময় লাগতে পারে।


Worlds Most Expensive Car Number: বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেট ! দাম ১৩২ কোটি টাকা,কারণ কী জানেন ?