Continues below advertisement

Moodys Rating : ফের ভারতের অর্থনীতির (Indian Economy) গতি নিয়ে সুখবর দিল আমেরিকান রেটিং এজেন্সি মুডি'স (Moodys Rating)। তাদের সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক রিপোর্টে সংস্থা বলেছে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা জি-২০ দেশগুলির মধ্যে সবথেকে দ্রুত গতিতে দৌড়বে। 

আরও কী বলেছে রেটিং এজেন্সিএখানেই শেষ নয়, ২০২৬ সালে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মুডিস। রেটিং এজেন্সি জানিয়েছে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার পরিকাঠামোতে বিনিয়োগ ও শক্তিশালী অভ্যন্তরীণ জোগানের কারণে গতি ধরছে। যদিও বেসরকারি খাত এখনও মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) ক্ষেত্রে সতর্ক রয়েছে।

Continues below advertisement

ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবেই এগোবেমুডি'স জানিয়েছে, আগামী বছরগুলিতে ভারত জি-২০ দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবেই নিজেদের গতি বাজায় রাখবে। সংস্থার অনুমান, ২০২৭ সাল পর্যন্ত ভারতের বৃদ্ধির হার গড়ে ৬.৫% হবে, যা অভ্যন্তরীণ চাহিদা ও রফতানি বৈচিত্র্যের কারণে সম্ভব হতে পারে।

জিডিপি অনুমান ও বিশ্বব্যাপী তুলনা২০২৪ সালে জিডিপি বৃদ্ধি: ৬.৭%২০২৫ সালে জিডিপি বৃদ্ধি: ৭%২০২৬-২০২৭ সালে বৃদ্ধি: প্রায় ৬.৫%মুডি'স অনুসারে, কম মুদ্রাস্ফীতি ও নিরপেক্ষ থেকে সহনশীল মুদ্রানীতির অবস্থানের কারণে এই বৃদ্ধি সম্ভব হবে। ভারতের পাশাপাশি চিনের জন্য আর্থিক অনুমান করেছে মুডি'স। ২০২৫ সালে চিনের অর্থনীতি ৫% হারে বৃদ্ধি পাবে বল মনে করছে সংস্থা। তবে ২০২৭ সালের মধ্যে এটি ৪.২% এ নেমে আসতে পারে বলেও আশঙ্কা করছে আমেরিকার আর্থিক রেটিং সংস্থা। বিশ্বব্যাপী, ২০২৪ সালে জিডিপি বৃদ্ধি ২.৯%, ২০২৫ সালে ২.৬% এবং ২০২৬-২৭ সালে ২.৫% থেকে ২.৬% এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

রফাতানি ও বাণিজ্যের ক্ষেত্রে উন্নতিমুডি'স জানিয়েছে, মার্কিন শুল্কের (৫০%) মুখোমুখি হয়ে কিছু ভারতীয় রফতানিকারক তাদের রফতানি বজায় রাখতে সক্ষম হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের মোট রফতানি ৬.৭৫% বৃদ্ধি পেয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ১১.৯% হ্রাস পেয়েছে।

মুডি'স-এর মতে, ভারতের অর্থনৈতিক গতি কাঠামোগতভাবে শক্তিশালী। সরকারি পরিকাঠামোগত ব্যয়, ভোগের বৃদ্ধি ও স্থিতিশীল মুদ্রানীতি আগামী বছরগুলিতে ভারতকে বিশ্বব্যাপী বৃদ্ধির একটি মূল চালিকাশক্তি হিসেবে দেখবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )