প্রকাশ সিন্হা, আশাবুল হোসেন, কলকাতা: এবার দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, মন্ত্রীর পরিবারকে আগামী সপ্তাহে, সিজিও কমপ্লেক্সে ED দফতরে তলব করা হয়েছে বলে খবর। কয়েক দিন আগেই দমকলমন্ত্রীর অফিস, রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ED। সেই তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ আদালতের
দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে টাকাও উদ্ধার হয় বলে খবর ইডি সূত্রে
১০ অক্টোবর পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ৮ জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ,তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগেরবাজারে এক প্রোমোটার ও একজন চার্টার্ড অ্য়াকাউন্ট্য়ান্টের বাড়ি এবং কাঁকুড়গাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে টাকাও উদ্ধার হয় বলে খবর ইডি সূত্রে। ওই মাসেরই শেষে তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকার পাহাড়! ED সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় ৩ কোটি টাকা।
ওইসব সম্পত্তি কীভাবে কেনা হয়েছিল? টাকার উৎসই বা কী? কেন মন্ত্রীর পুত্র-কন্যার অ্যাকাউন্টে টাকা যেত? সূত্রের খবর, ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা যেত মন্ত্রী সুজিত বসুর ছেলে ও মেয়ের অ্যাকাউন্টে। পাশাপাশি প্রচুর সম্পত্তিরও হদিশ মিলেছে। ওইসব সম্পত্তি কীভাবে কেনা হয়েছিল? টাকার উৎসই বা কী? কেন মন্ত্রীর পুত্র-কন্যার অ্যাকাউন্টে টাকা যেত? এসব প্রশ্নেরই উত্তর জানতে সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ লক্ষ টাকা ছেলের রেস্তোরাঁ থেকে নিয়ে এসেছে ED। উনি হিসাব দিতে পারেননি। হিসাব দেবেন কী করে! এটা তো তোলার টাকা। এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপুজোর নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়।আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সুজিত বসুর স্ত্রী, ছেলে ও মেয়েকে।